Tata Motors: বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে জনসংখ্যার সাথে ভারতের বাজারে ক্রমাগত বেড়ে চলেছে ফোর হুইলার গাড়ির চাহিদাও। দেশের একাধিক সফল সংস্থার গাড়ি রমরমিয়ে চলছে ভারতের রাস্তায়। সম্প্রতি প্রকাশ পেলো ভারতের বহুল বিকৃত গাড়ির সংস্থার তালিকা। এই তালিকা সামনে আসার পর থেকেই শোরগোল পড়েছে গাড়ির বাজারে। কয়েক দশক ধরে ভারতের বাজারে রাজ করা টাটা মোটরস এখন চতুর্থ স্থানাধিকারী। শুনতে অবাক লাগলেও টাটা মোটরসকে ছাপিয়ে সর্বাধিক বিক্রিত সংস্থা হিসেবে রয়েছে মারুতির নাম। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে হুন্ডাই, এবং তৃতীয় স্থানে রয়েছে মাহিন্দ্রা। আর এরপরই তালিকার চতুর্থ স্থানে রয়েছে টাটা মোটরস।
চলতি বছরের অক্টোবরে মোট ৪৭,১৩৩টি গাড়ি বিক্রি করে চতুর্থ স্থানে রয়েছে টাটা মোটরস (Tata Motors)। গত বছর অক্টোবর মাসে যেখানে এই সংস্থার ৪৮,৩৪৩টি গাড়ি বিক্রি হয় সেখানে এক বছর পর ২০০টি গাড়ি কম বিক্রি করে প্রায় ০.৪৩ শতাংশ কম লাভ করেছে এই সংস্থাটি। যদিও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রায় ১৭ শতাংশ গাড়ি বিক্রি বাড়িয়েছে সংস্থাটি। তবুও বছরের হিসেবে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা তলানিতে ঠেকতে দেখে চিন্তিত সংস্থাটি। ২০২৩ সালে সংস্থাটির মার্কেট শেয়ার ছিল প্রায় ১২.৪ শতাংশ যা এবছর কমে দাঁড়িয়েছে ১২.১ শতাংশ।
আরো পড়ুন: ঘুষ না দিলে ঢুকতে দেওয়া হয় না ট্রেন, এমন অদ্ভুত নিয়ম চালু এই স্টেশনে
বর্তমানে ভারতের বাজারের টাটা মোটরসের আটটি বেস্ট মডেলের মধ্যে রয়েছে পাঞ্চ, নেক্সন, কার্ভ, টিয়াগো, আল্ট্রোজ, সাফারি, হারীয়ের ও টাইগোর! যার মধ্যে গত মাসে সর্বাধিক বিক্রিত মডেল ছিল পাঞ্চ (Tata Motors)। ২০২৪ সালের অক্টোবরে সর্বাধিক বিক্রিত এই মডেলটি গত এক বছরে ৩% বেশি বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে আর চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এরপর অক্টোবরে টাটার সর্বাধিক বিক্রিত মডেলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নেক্সন! যা গত বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম বিক্রি হয়েছে এবং গত মাসের হিসেবে প্রায় ২৯ শতাংশ বেশি বিক্রি হয়েছে।
আরো পড়ুন: বন্দে ভারত চড়তে পারবেন মাত্র ৩০ টাকায়, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি
অন্যদিকে চলতি বছরে টাটা মোটরসের (Tata Motors) অন্যতম নতুন একটা মডেল হিসেবে কার্ভ মডেলটি বিক্রয়ের তালিকায় একটি বিশেষ ভূমিকা রেখেছে। চলতি বছরের সেপ্টেম্বরে ৪৭৬৩টি গাড়ি বিক্রয় হয় যা অক্টোবরে বেড়ে দাঁড়ায় ৫৩৫১টি। গাড়িটির মধ্যে থাকা দুর্ঘটনা নিয়ন্ত্রণ বিষয়ক ফেসিলিটিটি গ্রাহকদের বেশি আকৃষ্ট করছে বলে অনুমান করা যায়। এছাড়া সংস্থার সাফারি এবং হ্যারিয়ের নামের দুটি মডেল চলতি বছরের অক্টোবরে বেশ ভালো ফল দিয়েছে। সাফারির বিক্রয় এক বছরে বেড়েছে ৫৬ শতাংশ এবং এক মাসে বেড়েছে ২৭ শতাংশ।
অন্যদিকে হ্যারিয়ার মডেলটির এক বছরের বিক্রয় বেড়েছে ৩ শতাংশ এবং গত এক মাসে এর বিক্রয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। এছাড়াও টাটা মোটরসের অন্য একটি মডেল টাইগোর গত এক বছরে গোটা ভারতে প্রায় ৪১ শতাংশ কম বিক্রি হয়েছে। তবে গত এক মাসের হিসেবে এই মডেলটির বিক্রি বেড়েছে ৪ শতাংশ। এর থেকে বোঝা যায় এর আগে টাটা মোটরসের গাড়ি বিক্রির গ্রাফ (Tata Motors) যে হারে নিচে নেমেছিল তা ক্রমাগত উন্নতি পাচ্ছে ফলে আবারও আশার আলো দেখছে এই নামজাদা সংস্থাটি।