Hot and Cold AC: শীতে ঘর গরম রাখতে লাগবে না রুম হিটার! এই বিশেষ জিনিস থাকলেই ঘর হয়ে উঠবে উষ্ণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Hot and Cold AC: প্রতিবছরের মতো এ বছরেও কয়েক মাসের জন্য বিদায় নিয়েছে গরম। দেবী দুর্গার বিসর্জনের পর থেকেই চারিদিকে ছড়িয়ে পড়েছে হালকা হালকা শীতের আমেজ। সকালে আকাশে পরিলক্ষিত হচ্ছে ঘন কুয়াশা। ইতিমধ্যে দুপুরের দিকে হালকা গরম অনুভূত হলেও সূর্যাস্তের পর থেকেই বেশ ভালই শীতের আমেজ অনুভূত হচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই পরিকল্পনা করছেন রুম হিটার কেনার। দরকার নেই অধিক পয়সা খরচা করে ঘর গরম করার এই যন্ত্র কেনার। একটি জিনিসেই (Hot and Cold AC) হবে দুটি কাজ। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই জানানো হয়েছে। চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক।

Advertisements

প্রসঙ্গত প্রতিবছরই গ্রীষ্ম ঋতুতে বাড়ছে গরমের দাপট। চলতি বছরেও গরম কম অনুভূত হয়নি। প্রায় ৫০ ডিগ্রি ছুঁয়েছিল তাপমাত্রা। বাইরে বেরোনো দায় হয়ে উঠেছিল। সাধারণ মানুষের পাখার হাওয়াও গায়ে লাগছিল না। এই পরিস্থিতিতে অনেকেই বাড়িতে এসি লাগিয়েছেন। যা ঘরকে ঠান্ডা রাখতে কার্যকরী। তাই শীতেও অনেকে ঘর গরম রাখতে রুম হিটার কেনার চিন্তাভাবনা করছেন। কিন্তু দরকার নেই দুই ঋতুতে দুই আলাদা আলাদা যন্ত্র রাখার। একটি যন্ত্রেই (Hot and Cold AC) হবে দুই ঋতুর কাজ। কি সেই যন্ত্র? তা কিভাবেই বা কার্যকরী হবে?

Advertisements

আরো পড়ুন: ভারতের বাজারে জিও এয়ারটেলের টক্কর দিতে আসছে এলন মাস্কের স্টারলিংক দেবে আলোর গতির ইন্টারনেট

কম-বেশি বহু বাড়িতেই রয়েছে এসি। যা মূলত ঘর ঠান্ডা করার জন্য কেনা হয়। তবে জানলে অবাক হবেন এই এসির মাধ্যমেও ঘর হয়ে ওঠে উষ্ণ। তবে এই নয় যে এসির তাপমাত্রা ৩০ ডিগ্রি করে দিলেই ঘর গরম হয়ে উঠবে। বিপরীতে ঘর আরো শীতল হয়ে উঠবে। কিন্তু এমন এক এসি (Hot and Cold AC) রয়েছে যা ঘরকে ঠান্ডা রাখার পাশাপাশি গরমও রাখতে পারে।

Advertisements

আরো পড়ুন: গাড়ির মার্কেটে বড়দিনের আগেই হন্ডা আনছে নতুন চমক

মূলত সাধারণ যে এসিগুলি থাকে তা ঘর গরম রাখার জন্য কার্যকরী। এই এসিগুলির ভিতর থাকা রেফ্রিজারেটর এবং কয়েল ঘরের গরম বাতাসকে বাইরে বের করে শীতল বাতাস নিক্ষেপ করে। যার ফলে ঘরের পরিবেশকে শীতল করে তোলে। এর ফলে যদি ঘরের তাপমাত্রা ১৫ ডিগ্রি হয় আর সেক্ষেত্রে ৩০ ডিগ্রি এসির তাপমাত্রা করা হয় সেক্ষেত্রে ঘর গরম হয় না। কারণ এসির ফ্যান চলে।

তবে এমন এক বিশেষ এসি রয়েছে যা ঘরের পরিবেশকে শীতে দারুন উষ্ণ রাখতে পারবে। সেই এসি হল হট অ্যান্ড কোল্ড এসি (Hot and Cold AC)। ১.৫ টন ক্ষমতা রয়েছে এই বিশেষ এসির। মূলত গ্রীষ্ম এবং শীত এই দুটো ঋতুতেই কাজ করতে পারবে এমন ভাবেই তৈরি করা হয়েছে এই এসি। যা বাজারে উপলব্ধ রয়েছে। তাই দুটি আলাদা আলাদা যন্ত্র কেনার দরকার নেই। একটি মেশিনকে কাজে লাগান দুটি ঋতুতে।

Advertisements