LPG Cylinder Rate: আর একমাসও নেই নতুন বছর শুরু হতে। কিন্তু বছরের শেষ মাসেও সেই চিন্তার ভাঁজ পড়লো সাধারণ মানুষের কপালে। আবারো বাড়ল রান্নার গ্যাসের দাম, এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে। যদিও দেশের বিভিন্ন শহরে দামের ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে। কোন শহরে হয়তো দাম বেড়েছে ১৬.৫ টাকা। আবার কিছু শহরে ডিসেম্বরে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে বাড়তি ১৫.৫ টাকা খরচ হবে। আবার কোথাও খরচ হতে পারে ১৬ টাকারও বেশি। ডিসেম্বর মাসে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়াতে চিন্তায় পড়ল সাধারণ মানুষ।
চলতি বছরের নভেম্বর মাসে কলকাতায় ১৯ কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Rate) ১,৯১১.৫ টাকা হয়েছিল। ডিসেম্বর মাস পড়তেই সেই দাম বেড়ে দাঁড়াল প্রায় ১,৯২৭ টাকা। বর্তমানে কলকাতায় গ্যাসের দাম বেড়েছে প্রায় ১৫.৫ টাকা। চেন্নাইতে এই ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস কিনতে খরচ দাঁড়াচ্ছে ১৬ টাকার বেশি। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস কিনতে ডিসেম্বর মাসে খরচ হবে ১,৯৮০.৫ টাকা। এই দাম আগে ছিল ১,৯৬৪.৫ টাকা।
আরো পড়ুন: নতুন PAN কার্ড নিতে খরচ এবং সময় কতটা লাগবে জানুন সবিস্তারে
চেন্নাই বাদে দেশের দিল্লি এবং মুম্বই শহরে এই বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Cylinder Rate) প্রায় বৃদ্ধি পেয়েছে ১৬.৫ টাকা। ১৯ কেজি কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে ব্যবসায়ীদের চিন্তায় পড়তে হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৮১৮.৫ টাকা খরচ পড়বে। যদিও আগে এই দাম ছিল ১,৮০২ টাকা। পাশাপাশি মুম্বইয়ে নভেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগে যেখানে ১,৭৫৪.৫ টাকা পড়ছিল এবং এখন সেটি কিনতে হচ্ছে ১,৭৭১ টাকাতে।
আরো পড়ুন: SBI থেকে শুরু করে LPG, OTP নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো, কবে থেকে বদলাচ্ছে নিয়ম
তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Rate) কত হচ্ছে জানেন কি আপনি? ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে কলকাতা শহরে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে ৮২৯ টাকা খরচ পড়বে, দিল্লিতে দাম ৮০৩ টাকা পড়বে এবং মুম্বইয়ে দাম ৮০২.৫ টাকা। আবার ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে চেন্নাইয়ে খরচ পড়বে ৮১৮.৫ টাকা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে, ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে।
মার্চ মাস থেকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম সেভাবেই বৃদ্ধি পায়নি। কিন্তু প্রতি মাসের পয়লা তারিখে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে। কমার্শিয়াল গ্যাসের দাম জুলাইয়ে শেষবার অপরিবর্তিত ছিল। আগষ্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত পরপর বৃদ্ধি পেয়েছে এই গ্যাসের দাম।