Birbhum Block Development Recruitment: ব্লক ডেভেলপমেন্টে ১২ হাজারের বেতনে কর্মী নিয়োগ করা হবে খুব শীঘ্রই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Birbhum Block Development Recruitment: চাকরিপ্রার্থীর জন্য সুখবর। বীরভূম জেলায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে সম্প্রতি কর্মী নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। বীরভূমের ব্লক ডেভেলপমেন্ট অফিসার-এর তরফ থেকে এই নিয়োগ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা যারা বীরভূমের ব্লক ডেভেলপমেন্টে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদের জন্য আবেদন করতে চান তাদের অনলাইনে আবেদন করার আগে নীচের বিষয়গুলি লক্ষ্য করতে হবে।

Advertisements
নিয়োগকারী সংস্থা

বীরভূমের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে ব্লক ডেভেলপমেন্ট থেকে কর্মী নিয়োগ করা হবে

Advertisements
পদের নাম

যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল অ্যাডিশনাল ইনস্পেক্টর

Advertisements
সময়সীমা

এটি আপাতত স্থায়ী নয়, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে তবে পরে প্রয়োজন অনুসারে সময় বাড়ানো হবে।

শূন্যপদ

উক্ত পদের (Birbhum Block Development Recruitment) জন্য আপাতত একটি শূন্য পদ রয়েছে।

বেতন

অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে ১২০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

কারা আবেদন যোগ্য?
  • ইনস্পেক্টর
  • এক্সটেনশন অফিসার
  • ব্লক স্তরে হেড ক্লার্ক
  • আরও বিভিন্ন পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী
বয়স

যে সমস্ত প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের বয়স অবশ্যই ৬৪ বছরের মধ্যে থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন:Self-Help GroupsSelf-Help Groups: রাজ্য সরকারের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ হলো স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য

কীভাবে অনলাইনে আবেদন করবেন?
  1. যোগ্যতা যাচাই করার পর যে কোনো প্রার্থী যারা অ্যাডিশনাল ইনস্পেক্টর পদের জন্য আবেদন করতে চান তারা অনলাইন মোড ব্যবহার করে আবেদন করতে পারেন।
  2. BDO বীরভূম (Birbhum Block Development Recruitment) বিজ্ঞপ্তির অনলাইন আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে birbhum.gov.in-এ ক্লিক করতে হবে।
  3. ওয়েবসাইটে ঢুকে হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’ অপশনটি দেখতে পাবেন।
  4. ‘রিক্রুটমেন্ট’ অপশনে আবেদনপত্রটি পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  5. আবেদন পত্রে আপনার নাম, জন্ম তারিখ, আবাসিক/মেলিং ঠিকানা, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতার বিবরণ ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  6. বয়স, ঠিকানার প্রমাণ, অভিজ্ঞতার প্রমাণ ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে।
  7. শেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  8. ভবিষ্যতের রেফারেন্স এর জন্য আপনারা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আরো অন্যান্য বিষয় বিস্তারিত জানা যাবে।
নিয়োগ পদ্ধতি

অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগ করার জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউ এর তারিখ

বীরভূমের এই চাকরিটির (Birbhum Block Development Recruitment) ইন্টারভিউ হবে ২রা জানুয়ারি ২০২৫। ইন্টারভিউ শুরু হবে দুপুর ২টো থেকে

Advertisements