APAAR Card: শীঘ্রই ছাত্র-ছাত্রীদের করাতে হবে ‘আপার’ কার্ড, দেওয়া হচ্ছে আইডি নম্বর

Prosun Kanti Das

Updated on:

Advertisements

APAAR Card: ভারতের শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই চালু হতে চলেছে নতুন একটি কার্ড। এই কার্ডের মধ্যেই থাকবে শিশুর শৈশব থেকে শুরু করে শিক্ষাজীবনের সমস্ত তথ্য। দেশের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে আলাদা করে নম্বর। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ কার্ড হল ‘অপার আইডি’ কার্ড। APAAR এর পূর্ণ নাম হলো ‘অটোমেটিক পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি’। যেকোনো সময়ে দেশের ছাত্র-ছাত্রীদের শিক্ষাসংক্রান্ত সমস্ত রকম তথ্য পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমেই। ছাত্র ছাত্রীরা অনেকটা ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাবে এই কার্ড একবার চালু হলে। এমনকি শিক্ষাক্ষেত্রের বিভিন্ন দুর্নীতিও আটকানো যাবে এই কার্ডের দ্বারাই।

Advertisements

প্রত্যেক ছাত্র-ছাত্রী শিক্ষাগত যোগ্যতা, তাদের মানপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছুই পাওয়া যাবে এই কার্ডের (APAAR Card) মাধ্যমে। একটি ইউনিক আইডি নম্বর সহজেই বহন করবে প্রত্যেক ছাত্র-ছাত্রীর তথ্য। বাদ যাবে না কোন ছাত্র-ছাত্রী, দেশের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে থাকবে এই কার্ড। এই আইডির মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর পরীক্ষার ফলাফল, পারিবারিক বা অভিভাবক তথ্য, কতদূর লেখাপড়া, খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন স্কলারশিপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ থেকে ছাত্র বা ছাত্রীর শারীরিক তথ্য সংরক্ষিত থাকবে।

Advertisements

শিক্ষাব্যবস্থায় যে নতুন ধরনের কার্ড (APAAR Card) অর্থাৎ অপার আইডির প্রচলন শুরু হতে চলেছে এর প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীভূত আধুনিক প্রযুক্তির তথ্য ভান্ডার। লেখাপড়া থেকে শুরু করে চাকরিসংক্রান্ত সমস্ত ক্ষেত্রেই সহায়তা করবে এই কার্ড। তেমনি নিয়োগক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে। যোগ্য প্রার্থী ‘ অপার আইডি ‘ মাধ্যমে সহজে চিহ্নিত হবে।

Advertisements

আরও পড়ুন:SBI RecruitmentSBI Recruitment: ১৩ হাজারেরও বেশি শূন্যপদ, নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ভারতের শিক্ষাব্যবস্থার সবথেকে বড় সমস্যা হল দুর্নীতি। বর্তমানে শিক্ষা থেকে শুরু করে চাকরি সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি ছেয়ে গেছে। তাই যাতে দুর্নীতি থেকে মুক্তি পাওয়া যায় সেই কারণেই খুব শীঘ্রই চালু হতে চলেছে এই অপার আইডি (APAAR Card) কার্ড। এই ব্যবস্থা চালু হলে অসাধু ব্যক্তিরা আর তৈরি করতে পারবে না জাল সার্টিফিকেট বা জাল ফলাফল। এর ফলে শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে।

যদি দেশের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কাছে এই কার্ড থাকে তাহলে খুব সহজেই পরীক্ষার ফলাফল থেকে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুই সহজে যাচাই করা সম্ভব হবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, ছাত্র বা ছাত্রী নাবালক হলে তার বাবা বা মায়ের অনুমতি নিয়ে অপার আইডি তৈরি করা হবে।

Advertisements