Station Master: সাধারণ মানুষের কম খরচে আরামদায়ক যাতায়াতের অন্যতম মাধ্যম হলো রেল মাধ্যম। যে মাধ্যমের উপর প্রতিদিন ভরসা করে থাকে বহু মানুষ। আর সেই রেল তরফে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন খবর। তেমনি সাম্প্রতিক ভারতীয় রেলওয়ের স্টেশন মাস্টার (Station Master) পদ নিয়ে উঠে এলো এক নয়া খবর। জানা যাচ্ছে ভারতীয় রেলওয়ে থেকে তুলে দেওয়া হবে ১৭২ বছরের স্টেশন মাস্টার পোস্ট। তাহলে এই পোষ্টের বদলে কোন পোস্ট রাখা হবে? কেনই বা এমন সিদ্ধান্ত রেল পর্ষদের?
খবর রয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন তরফে স্টেশন মাস্টার (Station Master) পোস্টে বদল আনার প্রস্তাব পাঠিয়েছে রেল পর্ষদে। পাশাপাশি মতামত জানতে চেয়ে রেল বোর্ড সেই প্রস্তাব পাঠিয়েছে পূর্ব রেলসহ বিভিন্ন জোনের ম্যানেজারদের। আর এই প্রস্তাবে ইতিবাচক সম্মতি এলেই তুলে দেওয়া হবে ভারতীয় রেলের ১৭২ বছরের ইতিহাসের স্টেশন মাস্টার বা স্টেশন সুপারিনটেনডেন্ট পোস্ট। কেন এই সিদ্ধান্ত এই AISMA?
এই বিষয়ে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের আসানসোল ডিভিসনের সেক্রেটারি অনিমেষ কুমার বলেছেন, স্টেশন মাস্টার পদের নাম বদলের সিদ্ধান্তের কারণ হলো এই পদে কর্মরত ব্যক্তিদের সম্মান বাড়ানো। পাশাপাশি এই পোস্টের বদল ঘটলে লাভবান হবেন প্রায় ৩৮ হাজার স্টেশন মাস্টার পদে কর্মরত রেল কর্মীরা। কিভাবে? এই বিষয়ে অনিমেষ কুমার জানান, তাদের এই প্রস্তাব মানা হলে লেভেল এইট পর্যায়ে স্টেশন মাস্টার গেজেটেড পোষ্টে স্টেশন ম্যানেজার হওয়া যাবে।
অন্যদিকে লেভেল নাইন অর্থাৎ শিয়ালদা, আসানসোল প্রভৃতের মতো স্টেশনগুলিতে স্টেশন সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার পর্যায়ের কর্মীরা। তাই এই নিয়োগ করতে হবে স্টেশন মাস্টার (Station Master) পদ থেকে। সেক্ষেত্রে এই পদের নামকরণ বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে সম্মান বৃদ্ধি পাবে স্টেশন মাস্টাররা। কি নামকরণ করা হয়েছে?
জানা যাচ্ছে স্টেশন মাস্টার পদের নামকরণ বদলে দিয়ে নাম রাখা হবে স্টেশন ডিরেক্টর। আশা রাখছে রেল পর্ষদসহ রেলের বিভিন্ন জোনগুলি থেকে ইতিবাচক সমর্থন আসতে পারে। ফলস্বরূপ এই প্রস্তাব কার্যকরী হলে গোটা দেশজুড়ে প্রায় ৩৮ হাজার রেল কর্মী উপকৃত হবে।
এ প্রসঙ্গে জানিয়ে রাখি ইতিমধ্যেই ভারতীয় অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকীকরণ চলছে প্রায় পাঁচশোরও বেশি রেলস্টেশনগুলিতে। বদলে যাচ্ছে রেল স্টেশনের সাজসজ্জা। আর এই সাজসজ্জার সংগতি রেখেই রেল স্টেশনে কর্মরত রেল কর্মীদের পদগুলির নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন। তবে ১৭২ বছরের এই স্টেশন মাস্টার পদ ভারতীয় রেল থেকে উঠে গেলেও ইতিহাসের পাতায় গল্প, উপন্যাস প্রভৃতির মাধ্যমে জ্বলজ্বল করবে স্টেশন মাস্টার (Station Master) শব্দটি।