Tectonic Plate Movements: যত দিন যাচ্ছে ততই উন্নত থেকে উন্নততর হচ্ছে দেশ ও সভ্যতা। উন্নতি ঘটছে বিজ্ঞান সাধনায়। সেই বিজ্ঞানের দৌলতে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। গবেষণায় ভারতকে নিয়ে উঠে এসেছে ভয়ংকর তথ্য। সম্প্রতি তিব্বতে ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে গবেষণায় উঠে এলো ভারত মূল খণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মত এক চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীদের দাবি, ভারতীয় টেকনিক প্লেটের (Tectonic Plate Movements) ফাটলে দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে ভারত। মুছে যেতে পারে বেশ কিছু রাজ্য। কি ঘটছে ভূগর্ভে?
বেশ কিছুদিন আগেই তিব্বতে ঘটে যাওয়া জোরদার ভূমিকম্প সম্পর্কে সবাই জ্ঞাত। আর সেই ভূমিকম্প সংক্রান্ত গবেষণাতেই উঠে এসেছে ভারতীয় টেকটনিক প্লেট (Tectonic Plate Movements) সংক্রান্ত তথ্য। যে গবেষণায় ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভবিষ্যতে ভেঙে দু’টুকরো হয়ে যেতে পারে ভারত। যার ফলে ভারতের মানচিত্র থেকে অদৃশ্য হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, সিকিম, লাদাখ, উত্তরাখণ্ডের মতো বেশ কিছু রাজ্য। আর সেই আশঙ্কাই ক্রমশ জটিল হচ্ছে। যা এক সম্মেলনে জানালেন গবেষকরা।
তিব্বতের ভূমিকম্প হওয়ার পরই চিনা বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী লিন লিউয়ের নেতৃত্বে একদল গবেষক তিব্বতের ভূমিকম্প বিষয়ে গবেষণা করেন। আর সেই গবেষণা করতে গিয়েই তারা দেখতে পায় ভারতীয় টেকটনিক প্লেটের ১০০ কিলোমিটার গভীরে ফাটল দেখা দিয়েছে। আর ওই ফাটলের ফলে ভারতীয় টেকটনিক প্লেট ক্রমশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। যার ফলে আগামীদিনে এই ফাটলের প্রভাবে দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে ভারত। যার বিরাট প্রভাব পড়তে পারে হিমালয়ের উপর। কারণ ভারত ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটৈর সংঘর্ষেই উৎপত্তি হয় হিমালয় পর্বতের।
আরও পড়ুন:Republic Day of India: ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, জানেন এই দিনের ঐতিহাসিক মাহাত্ম্য
সাম্প্রতিক এক সম্মেলনে এই তথ্য তুলে ধরে ভারত বিচ্ছিন্ন হওয়ার কথা প্রকাশ করেন ভূবিজ্ঞানীরা। তারা দাবি করেন বর্তমানে ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট (Tectonic Plate Movements)। এই প্লেটের গভীর নিম্নাংশটি অগভীর উর্ধাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূলত ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই এই ফাটল তৈরি হয়েছে ভারতীয় টেকটনিক প্লেটে। যার ফলে পরবর্তীতে ভেঙে দু’টুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।
প্রসঙ্গত ভূগর্ভে টেকনিক প্লেটের চলন (Tectonic Plate Movements) একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যা নিয়ে ক্রমশ গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এই ভারতীয় টেকনিক প্লেটের ফাটল বিষয়ে গবেষকরা জানিয়েছেন এই বিষয়ে আরো গভীর গবেষণা হবে। সেখানে আরও বড় কোনো তথ্য পাওয়া গেলে তবে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তাই তারা পৃথিবী সহ ভারতের ভবিষ্যতের সুরক্ষার জন্য জোর কদমে গবেষণা চালিয়ে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন।