Kia India EV6: ২০২৫ ভারত মন্ডপমে চোখ ধাঁধানো চমক কিয়া ইন্ডিয়ার, উন্মোচন করল নয়া EV6

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kia India EV6: বর্তমানে জ্বালানি তেলের যা দাম তাতে করে বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ দেখাচ্ছে ক্রেতারা। আর সেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বৈদ্যুতিক গাড়ি কোম্পানিগুলিও বাজারে আনছে নতুন নতুন মডেলের দুর্দান্ত ফিচার যুক্ত ইলেকট্রিক গাড়ি। তেমনি ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫এর প্রদর্শনীতে কিয়া ইন্ডিয়া উন্মোচন করল নয়া EV6। শুরু হচ্ছে নতুন মডেলের বুকিং প্রক্রিয়া। কেনার পরিকল্পনা থাকলে দেরি না করে অবশ্যই ফিচার জেনে বুকিং করুন।

Advertisements

কি কি রয়েছে কিয়া ইন্ডিয়ার ইভি৬এ (Kia India EV6)? খবর রয়েছে কিয়া ইন্ডিয়া তার নতুন EV6এ যুক্ত করেছে উন্নত এডিএস ২.০ প্যাকেজ। যাতে রয়েছে উন্নত মানের ২৭টি আধুনিক নিরাপত্তা ও ড্রাইভার সহায়ক ফিচার। যুক্ত করা হয়েছে অতিরিক্ত ৫টি বৈশিষ্ট্য। যা গাড়িটিকে আরো বিশেষ নিরাপদ করে তুলেছে। এছাড়াও ইভি৬এ প্রদান করা হয়েছে উন্নত প্রযুক্তির বিশেষ সিস্টেম।

Advertisements

কিয়া ইন্ডিয়ার ইভি৬এ দেওয়া হয়েছে লেন ফলো আসিস্ট এবং ফ্রন্ট কলিশন অ্যাভয়ডেন্স অ্যাসিস্টের মতো দুর্দান্ত ফিচার। প্রদান করা হয়েছে ৮৪ কিলোওয়াটের একটি উন্নত মানের ব্যাটারি। যা সম্পূর্ণ একক চার্জে রেঞ্জ দেবে ৬৫০ কিলোমিটার। যা এই গাড়িটিকে উন্নত দিক থেকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে।

Advertisements

আরও পড়ুন:Hero Destini 125Hero Destini 125: বাজার কাঁপাতে নয়া রূপে ফিরছে হিরো ডেস্টিনি ১২৫, রইল মূল্য সহ ফিচারের বিবরণ

এছাড়াও স্পোর্টি ডিজাইনের ইভি৬ (Kia India EV6) গাড়ির ব্যাটারি ক্ষমতা রয়েছে দুর্দান্ত। ফাস্ট চার্জিংয়ে ১০% থেকে ৮০% অর্থাৎ প্রায় সম্পূর্ণ চার্জ হতে এই গাড়ির ব্যাটারির সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট। অর্থাৎ সম্পূর্ণ চার্জ হতে আধ ঘন্টাও সময় লাগবে না। এছাড়াও এই গাড়ির ইন্টেরিয়র লুক করা হয়েছে বিলাসবহুল। রয়েছে লেগ স্পেস, টাচ স্ক্রিন, ভেন্টিলেটর সিটসহ অত্যাধুনিক ফিচার।

কিয়া ইন্ডিয়ার এই নয়া ইভি৬ গাড়ির বিষয়ে কোম্পানির এমডি এবং সিইও জানিয়েছেন যে, তারা এই নতুন ইভি সিক্স (Kia India EV6) বৈদ্যুতিক গাড়ির মধ্যে দিয়ে ভারতীয় যানবাহনের ভবিষ্যৎকে আরো ঊর্ধ্বমুখী করতে চায়। তারা একটি পরিবেশবান্ধব প্রযুক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য বিষয় হল, এই প্রদর্শনীতে নতুন ইভি সিক্সের পাশাপাশি ফ্ল্যাগশিপ ইভি ৯ মডেলেরও প্রদর্শন করেছেন কিয়া ইন্ডিয়া। যা অতি আধুনিক এবং টেকসই ইঞ্জিনিয়ারিংয়ের মিশ্রণে তৈরী করা হয়েছে। তবে এখন দেখার বিষয় এটাই যে, কিয়া ইন্ডিয়ার এই নতুন বৈদ্যুতিক ইভি ক্রেতা মহলে কতটা চাহিদা পায়।

Advertisements