Sandeep Maheshwari: সফলতা চাই না এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। মানুষ মাত্রই জীবনে সফল হতে চায়। তবে সফলতা পাওয়ার পথ কিন্তু খুব একটা সোজা হয় না। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তবে জীবনে সফলতা আসে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে তবেই বোঝা যায় সফলতার আসল অর্থ। আজকের এই প্রতিবেদনে সন্দীপ মহেশ্বরীর কিছু কথার মধ্য দিয়ে জানতে পারবো জীবনে সফলতা কিভাবে আনা যায়।
তবে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তার সমস্ত কথা। সফলতা সেইসব মানুষদের কাছেই আসে, যারা কাজে খুব দক্ষ। যারা অলস, পরিশ্রম করতে চায় না, সফলতা কখনোই তাদের কাছে আসে না। জীবনে এমন বিষয়কে পেশা হিসেবে বেছে নিতে হয় যাতে আনন্দ পাওয়া যায়। কাজের মধ্য দিয়ে যদি আনন্দ পাওয়া না যায় তাহলে সেই কাজ করতে কখনই ভালো লাগবে না এবং সফলতা পাওয়া যাবে না।
যে বিষয়টিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন তার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মধ্য দিয়েই দেখবেন একদিন আপনি জীবনে সফল হয়েছেন, এমনটাই মনে করেন সন্দীপ মহেশ্বরী (Sandeep Maheshwari)। কঠিন পরিস্থিতি এবং বাধা-বিপত্তি জীবন মাত্রই আসবে কিন্তু দুর্বল হওয়া যাবে না। শক্ত হাতে সমস্ত পরিস্থিতিকে সামাল দিতে হবে। নিজে যদি দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু সফলতা আসবেনা।
সমাজের কাজ হল বলা, কিন্তু নিজেকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। লোকে কি বলল সেইসব নিয়ে ভাবলে চলবে না। নিজের জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করুন। প্রত্যেকটি দিনকে যদি উপভোগ করতে না পারেন তাহলে আপনার জীবন বৃথা। আরেকটি বিষয়ে সর্বদাই মাথায় রাখতে হবে যে বিষয়ে আলোকপাত করেছেন সন্দীপ মহেশ্বরী (Sandeep Maheshwari), কোন কাজ করার আগেই চিন্তা করে তবেই করতে হবে। আবার কাজ করা হয়ে গেলে বেশি চিন্তা করলে চলবে না।
আপনার যদি প্রশ্ন করার অভ্যাস থাকে তাহলে খুব সহজেই আপনি যেকোন বাধা-বিপত্তি অতিক্রম করে সফলতা লাভ করতে পারবেন। জানার কৌতুহল এবং আগ্রহ দুটোই থাকতে হবে জীবনে প্রতিষ্ঠিত এবং সফল হতে গেলে। যারা জীবনে সত্যিই সফল হতে চান তারা সন্দীপ মহেশ্বরীর (Sandeep Maheshwari) এই কথাগুলো সর্বদা মনে রাখবেন এবং সেই মতোই নিজেদের জীবনকে চালিত করবেন।