Saif Ali Khan: সইফের থেকে টাকা নেবেন না অটোচালক, পরিবর্তে কি নিতে রাজি হলেন ভজন?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Saif Ali Khan: অভিনেতা সইফ আলি খানকে প্রাণে মারার জন্য হামলা করেছে আততায়ী। বাড়িতে ডাকাতদের হামলাতে আহত হয়েছেন তিনি। অভিনেতাকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। অভিনেতার বাসভবনে মাঝরাতে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। গোটা শরীর থেকে ঝরছে রক্ত। কঠিন পরিস্থিতিতে এক অটোচালক ছিলেন একমাত্র সইফের ভরসা। তাকে কি দিতে চাইলেন নবাবপুত্র?

Advertisements

ভজন সিং রানের অটোতে ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে সেই রাতে হাসপাতালে পৌঁছেছিলেন নবাবপুত্র। দ্রুত লীলাবতী হাসপাতালে সইফ আলি খানকে পৌঁছে দেন এই অটোচালক। তাঁর সাহসিকতার জন্যই অবশেষে সইফের (Saif Ali Khan) জীবন রক্ষা পায়। এই সুবাদে সইফ ও তাঁর পরিবার ভজনকে পুরস্কৃত করতে চান, তবে ভজন রাজি হয়নি নগদ টাকা নিতে। তাহলে উপহার হিসেবে তাকে কি দিলেন নবাবপুত্র?

Advertisements

ভজন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোন পুরস্কারের জন্য তিনি সইফের প্রাণ বাঁচাননি। তবুও যখন তাকে উপহার দিতে চান তিনি শুধুমাত্র একটি অটোরিক্সা চেয়ে নেন সইফের কাছ থেকে। কোনরকম পুরস্কারের দাবি জানাননি ভজন। ভজন আরও জানান, সইফ (Saif Ali Khan) তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি সবরকমভাবে আর্থিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ভজন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে কোনকিছুই প্রকাশ্যে আনেননি। তিনি দাবি করেছেন এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার।

Advertisements

আরও পড়ুন:Kanchan Mullick SonKanchan Mullick Son: ২ লাখ ৭৫ হাজার শুধু স্কুলে ভর্তি ফি, কীভাবে চলছে কাঞ্চন পুত্র ওশের পড়াশুনার খরচ

সইফের (Saif Ali Khan) জীবনে যে কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে এবং তাতে ভজন যেভাবে পাশে দাঁড়িয়েছিল সেটাই অনেক। অর্থ দিয়েও এর কোনোরকম তুলনা করা যায় না। সেই রাতে ডাকাতদের হামলা হওয়াতে নবাবপুত্রকে যেভাবে আহত হতে হয়েছে, তাতে প্রাণ চলে যেতে পারত তার। কিন্তু সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়াতে তিনি রক্ষা পেয়েছেন।

ভজন জানিয়েছেন, সেই রাতে পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে গিয়েছিল যে, টাকার থেকে অনেক বেশি একজনের প্রাণ বাঁচানো জরুরী ছিল। এমনকি সইফের মা, শর্মিলা ঠাকুর, ভজনকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রশংসা করেছেন। ভজনের এই মানবিক আচরণ সত্যিই নিদর্শন সৃষ্টি করেছে। তবে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ভজনকে নাকি ১১ হাজার টাকা দিয়েছে সইফের পরিবার। তবে বর্তমানে শোনা যাচ্ছে ৫১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে।

Advertisements