BCCI Awards 2025: ভারতীয় ক্রিকেটারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল। এদিন পুরুষ ও মহিলা দলের ক্রিকেটারের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, রবিশাস্ত্রী থেকে শুরু করে সুনীল গাভাস্কার-র মত ক্রিকেটাররা।
২০২৩-২৪ সালের অনবদ্য কৃতিত্বের জন্য ভারতীয় ক্রিকেটার বোর্ড পুরস্কার প্রদান (BCCI Awards 2025) করল বেশ কয়েকজন ক্রিকেটারকে। শনিবার মুম্বাইতে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসুন জেনে নেওয়া যাক, কে কোন পুরস্কারে ভূষিত হলেন। লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে ভূষিত হলেন শচীন টেন্ডুলকার। ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে সারা জীবন অবিস্মরণীয় অবদানের জন্য শচীন টেন্ডুলকারকে কুর্নিশ জানাল বিসিসিআই। শচীন ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির সঙ্গে ৩৪,৩৫৭ আন্তর্জাতিক রান করেছেন। বিসিসিআইয়ে আর কোন ক্রিকেটার কি কি পুরস্কার পেলেন, জেনে নেওয়া যাক এই প্রতিবেদন থেকে।
বিসিসিআইয়ের (BCCI Awards 2025) ঘরোয়া টুর্নামেন্টে সেরা পারফরমেন্সের স্বীকৃতি পেয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের জন্য মুম্বাইয়ের তনুস কোটিয়ান লালা অমরনাথ পুরস্কার পেয়েছেন। অক্ষয় তোরে ঘরোয়া ক্রিকেটে সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন। মেয়েদের বিভাগে ২০২৩-২৪ মরসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার পুরস্কার পেয়েছেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে চতুর্থবার সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের সম্মান পেলেন স্মৃতি মন্ধানা। ভারতের সহ-অধিনায়ক মন্ধানা তাঁর বিশ্বমানের ব্যাটিং ক্ষমতা এবং নেতৃত্বের প্রদর্শন করেছেন বাইশ গজে। তিনি ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করার পুরষ্কারও পেয়েছেন। ওডিআই-তে সর্বাধিক উইকেটশিকারি হওয়ার পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা।
আরও পড়ুন: বিরাট প্রাপ্তি টাটা গ্রুপের, দেশের অগ্রগতিতে দুর্দান্ত সওগাত দিল টাটা সংস্থা
পুরুষদের মধ্যে সেরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সরফরাজ খান। এক্ষেত্রে মহিলাদের মধ্যে পুরস্কার পেয়েছেন আশা শোভানা। বিসিসিআইয়ের (BCCI Awards 2025) তরফ থেকে অশ্বিনকে বিশেষ পুরস্কার দেওয়া হল। তিনি ১০৬ টি টেস্টে ৫০৭ উইকেট নিয়েছিলেন। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। অসাধারণ স্পিনারকে তার কৃতিত্বের জন্য সম্মান জানাল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ক্রিকেটারদের সম্মান প্রদান করে আসছে বিসিসিআই (BCCI Awards 2025), যা নমন পুরস্কার নামে পরিচিত। নমন শব্দের অর্থ মাথা নত করা বা কুর্নিশ জানানো। ১লা ফেব্রুয়ারি মুম্বাইতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এই দিন সেরা আন্তর্জাতিক পুরুষ গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে পলি উমরিগর পুরস্কার পেলেন জাসপ্রিত বুমরা। এই বছর, এটা নিয়ে মোট তৃতীয়বার সম্মানে ভূষিত হলেন বুমরা। এর আগে তিনি আইসিসির তরফ থেকে বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।