BHU Recruitment: কাজের দুর্দান্ত সুযোগ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,

Prosun Kanti Das

Published on:

Advertisements

BHU Recruitment: বর্তমানে সরকারি চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। যেমন বিভিন্ন রাজ্যের বেহালা অবস্থা তেমন কেন্দ্রেরও অবস্থা খুব একটা ভালো নয়। তাই যোগ্য চাকরিপ্রার্থীরা অপেক্ষা করে রয়েছে দীর্ঘদিন ধরে। উপরন্ত বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আজকের এই প্রতিবেদনে এমন একটি বিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা করা হবে যা আশার আলো দেখাতে পারে চাকরিপ্রার্থীদের।

Advertisements

যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যথাযথ চাকরির জন্য তাদের অপেক্ষার দিন বোধহয় শেষ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে শীঘ্রই নিয়োগ করা হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU Recruitment)। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন এই বিজ্ঞপ্তি দেখে। চাকরির এমন লোভনীয় সুযোগ আশা করি হাতছাড়া করা ঠিক হবে না। চলুন দেরি না করে জেনে নিই সবিস্তারে।

Advertisements

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU Recruitment) সম্প্রতি সুযোগ করে দিচ্ছে গবেষণা সংক্রান্ত কাজের ক্ষেত্রে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু ভাবছেন কিভাবে আবেদন করবেন তারা অবশ্যই এই প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়বেন। খুব সহজেই অফলাইনে জমা দিতে পারবেন এই আবেদনপত্র।

Advertisements
কোন পদে নিয়োগ করা হবে?

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ১ (নন মেডিক্যাল) নেওয়া হবে।

কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU Recruitment) ইনস্টিটিউট অফ সায়েন্সেস-এর জুলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

বেতন

প্রতি মাসে ১৮ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।

আরও পড়ুন: ব্যবহার হয় ৫৭টি অক্ষরের, ভারতীয় রেলের দীর্ঘতম নামের স্টেশন কোনটি জানেন?

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোকজি ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। মূল বিজ্ঞপ্তিটি পড়লে অবশ্যই বিস্তারিতভাবে সবটাই জানতে পারবেন।

কিভাবে দেখা যাবে বিজ্ঞপ্তি?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU Recruitment) ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।

আবেদনপত্র জমা দেওয়ার তারিখ

১৫ই ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন। আগ্রহী প্রার্থীরা দেরি না করে আবেদন করে ফেলুন তাড়াতাড়ি।

Advertisements