Central Zoo Authority Recruitment: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে দরকার একটি ভালো জায়গায় চাকরি। সরকারি চাকরির স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু পূরণ হয় কজনের? দীর্ঘ বছর অপেক্ষা করে থাকে বহু ছেলেমেয়ে সরকারি চাকরি পাবার জন্য, কিন্তু বহু ছেলেমেয়েরই সেই স্বপ্ন পূরণ হয় না। যোগ্যতা থাকলেও নিয়োগের অভাবে সময় পেরিয়ে যায় বহু প্রার্থীর। রাজ্যের সরকারি চাকরির পরিস্থিতি বর্তমানে খুবই স্পর্শকাতর। লক্ষ লক্ষ যুবক যুবতী অপেক্ষা করছে উপযুক্ত চাকরির জন্য, কিন্তু সেভাবে কোনো পদেই নিয়োগ হচ্ছে না। তবে চিন্তার কারন নেই, একটি দুর্দান্ত সুখবর রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য। আজকের এই প্রতিবেদনটি যদি পড়েন তাহলে দুর্দান্ত চাকরির সন্ধান পেয়ে যাবেন, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য।
নিশ্চয়ই এতক্ষণে জানতে ইচ্ছা করছে কোথায় নিয়োগ হচ্ছে? কোন পদে নিয়োগ হচ্ছে এবং বেতন কত? শিক্ষাগত যোগ্যতাই বা কি লাগবে? যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই প্রতিবেদনে। সেন্ট্রাল জু অথরিটিতে (Central Zoo Authority Recruitment) রয়েছে কাজের সুযোগ। এই সংস্থার পক্ষ থেকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিয়োগের জন্য। হাতছাড়া করবেন না এই দুর্দান্ত সুযোগ।
কোন সংস্থার পক্ষ থেকে করা হবে নিয়োগ?
সেন্ট্রাল জু অথরিটিতে (Central Zoo Authority Recruitment) কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে করা হবে নিয়োগ?
প্রতিষ্ঠানে (Central Zoo Authority Recruitment) ইভ্যালুয়েশন অ্যান্ড মনিটরিং অফিসার, সায়েন্টিফিক অফিসার, ভেটেরিনারি কনসালট্যান্ট, পলিসি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মখালি রয়েছে।
বয়সসীমা
ওই কাজের জন্য অনূর্ধ্ব ৫৬ বছর বয়সীদের আবেদন গ্রহণ করা হবে।
কটি শূন্যপদ রয়েছে?
শূন্যপদ চারটি।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পদে জুলজি, ভেটেরিনারি সায়েন্স, ওয়াইল্ড লাইফ কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও সেইসব আবেদনকারীরা আবেদন করতে পারবে।
আরও পড়ুন: কর্মখালির বিজ্ঞপ্তি দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, কোন পদে হবে নিয়োগ?
বেতন
নিযুক্তরা প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৭৬,২৩০ টাকা বেতন হিসাবে পাবেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিতে নিয়োগ করে কাজ শুরু করা হবে। এরপরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পাবে।
কিভাবে নিয়োগ হবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
কিভাবে পাঠাবেন আবেদনপত্র?
ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদন জমা দেবার শেষ তারিখ
আবেদনের শেষ দিন ২৪শে ফেব্রুয়ারি।
এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।