Indian Engineers: মাসে গুনে নেন মোটা টাকা, কিন্তু কাজের বেলায় ফাঁকি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Engineers: বর্তমান দুনিয়ায় সোশ্যাল মিডিয়া বা সমাজমাধ্যম বিষয়ে কম-বেশি সকলেই জ্ঞাত। এই নেটমাধ্যম কি সে বিষয়ে জানতে কারও বাকি নেই। যে মাধ্যমকে নানান ভাবে ব্যবহার করছে ইন্টারনেট ব্যবহারকারীরা। কেউ রোজগারের পথ হিসেবে বেছে নিচ্ছেন তো কেউ আবার প্রতিভা তুলে ধরার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। আবার কেউ কেউ বাস্তব বিভিন্ন বিষয়কে তুলে ধরেন এই নেটজগতে। তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। বলা যায় ভারতীয় কর্মীদের বিষয়ে মন্তব্য করাতেই এই চাঞ্চল্যকর পরিস্থিতি। কি এমন বলেছেন সেই ব্যক্তি?

Advertisements

আজকাল প্রায়ই বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মীরা কাজের সময় নিয়ে জোড় আলোচনা করেন। এমনকি এই কাজের সময় নিয়ে চর্চা এতদূর গড়িয়ে যায় যে কর্মীদের মধ্যে মতামতের ঝড় বয়ে যায়। অর্থাৎ কাজের জায়গায় কোন কর্মীদের ঠিক কতক্ষণ কাজ করা উচিত সেই নিয়েই চলে কর্মীদের মধ্যে আলোচনা। তেমনি সম্প্রতি নেটদুনিয়ায় ভারতীয় ইঞ্জিনিয়ারদের (Indian Engineers) কাজের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রযুক্তিবিদ। যা নিয়ে এক প্রকার ঝড় শুরু হয় সমাজ মাধ্যমে। কি এমন বলেছেন তিনি?

Advertisements

সোশ্যাল মিডিয়ায় পরিলক্ষিত হয় এক প্রযুক্তিবিদের একটি পোস্ট। যা দৃষ্টি আকর্ষন করে নেটিজেনদের। কি লিখেছেন প্রযুক্তিবিদ? নেটদুনিয়ায় তিনি লিখেছেন, ভারতীয় অফিসে ইঞ্জিনিয়ারিং নিয়োগের সময় তিনি একটি বিষয় লক্ষ্য করেছেন। যেখানে তিনি দেখেছেন বহু ইঞ্জিনিয়াররা মোটা অঙ্কের বেতন পেলেও কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক।

Advertisements

আরও পড়ুন: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ CISF-এ, জানুন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি

অর্থাৎ এক কোটি বেতন পেলেও কাজের প্রতি তাদের আগ্রহ দেখা যায় না। অন্যদিকে আবার তিন থেকে চার বছরের অভিজ্ঞতা প্রাপ্ত ইঞ্জিনিয়াররা (Indian Engineers) সপ্তাহের ৬ দিনও কাজ করতে চান না। কাজের প্রতি অনীহা দেখা যায়। যেখানে ভারতের প্রাইভেট কোম্পানিগুলিতে কম বেতনে দুর্দান্ত কাজ করতে দেখা যায় কর্মীদের। আর এই মন্তব্যই ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়।

নেটজগতে কে এই ধরনের মন্তব্য করেছেন? জানা যায় প্রযুক্তিবিদ বরুণ ভূমাদি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি লিখেছেন। সান ফ্রান্সিসকোর এক সংস্থার সিইও এবং আইআইটি প্রাক্তনের এই মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা। ভারতীয় ইঞ্জিনিয়ারদের (Indian Engineers) বিষয়ে এমন মন্তব্য উঠলে চুপ থাকেনা নেটবাসীরাও। তারাও সেই পোস্টে তাদের মতামত জানায়। যা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

Advertisements