Kolkata Airport: বিমান পরিষেবা নিয়ে নয়া উদ্যোগ কেন্দ্রের, সরাসরি যুক্ত হবে ইউরোপের সাথে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Airport: পূর্বেকার সময়ে মানুষের যাতায়াতের বাহন ছিল পা। তবে বর্তমানে উন্নয়নের সাথে সাথে যোগাযোগ পথ হয়েছে বেশ সহজ। যার মধ্যে অন্যতম যাতায়াতের মাধ্যম হলো বিমান মাধ্যম। বিমান পরিষেবার মাধ্যমে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যায়। তবে খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় বেশি। এবার সেই বিমান পরিষেবা নিয়েই এক নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। পাল্টে দিতে চলেছে কলকাতা বিমানবন্দরের ভোল। কি প্ল্যান তৈরি করল কেন্দ্র সরকার?

Advertisements

সম্প্রতি বিমান পরিষেবা নিয়ে সুখবর জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। তাঁর কথায় পৃথিবীর পূর্বের দেশগুলির সাথে ভারতের ঘনিষ্ঠতার দিকে নজর দেওয়া হয়েছে। মূলত বিশেষ নজর দেওয়া হয়েছে এটাকে যাতে হাব করে কাজ চালানো যায় তার দিকে। আর এই পরিস্থিতিতেই কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) সাথে ইউরোপের সংযুক্তিকরণের বিষয় নিয়ে উঠেছে নানান প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিমান পরিষেবা নিয়ে নতুন খবর দিল কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী।

Advertisements

কলকাতা এয়ারপোর্টকে নতুনভাবে সাজানোর মেগা প্ল্যান তৈরি করা হয়েছে বলে জানালেন তিনি। কি সেই নতুন উদ্যোগ? প্রশ্ন উঠতেই বিমান পরিবহন মন্ত্রী কিনঞ্জারাপু রামমোহন নাইডু বলেছেন এবার কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) সাথে ইউরোপের যোগাযোগ গড়ে তোলার দিকে বিশেষ নজর দিয়েছে পরিবহন সংস্থা। যার ফলে বিমান যাত্রীদের বিশেষ সুবিধা মিলবে। মূলত বিমান মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করাই দিকেই প্রধান লক্ষ্য দিয়েছে কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী।

Advertisements

আরও পড়ুন: তৈরি হবে তিস্তার ওপর বিকল্প করোনেশন ব্রিজ, অনুমোদন দিল নবান্ন

এ প্রসঙ্গে জানিয়ে রাখি, পূর্বে কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য প্রস্তাব দিয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীও এই নিয়ে কেন্দ্রের কাছে দরবারের বার্তা দিয়েছিলেন। আর এই সমস্ত দিক লক্ষ্য রেখে সোমবার সংসদে বিমান পরিষেবা নিয়ে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নাইডু মহাশয়।

১৯০০ শতকের প্রথম দিকে কলকাতায় তৈরি হয়েছিল প্রথম বিমানবন্দর (Kolkata Airport)। যার নাম ছিল ‘ক্যালকাটা এয়ারোড্রোম’। বর্তমানে যা ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ নামে পরিচিত। ভারতের বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম এটি। প্রায় শত বছর অতিক্রম করার পরেও এখনো এই বিমানবন্দরের উপর ভরসা করে আছেন বাংলা সহ নানা প্রান্তের মানুষ। তাই বিমান যাত্রীদের সুবিধার কথা ভেবেই কলকাতার ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’এর যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী। তবে এই উন্নয়নে যাত্রীরা কতটা উপকৃত হয় তারই অপেক্ষা।

Advertisements