অমরনাথ দত্ত : মায়ের স্বপ্নাদেশে আজ থেকে ৪৪ বছর আগে ৫১ সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলায় ৫১ কুমারী পূজার আয়োজন করেন মন্দিরের পুরোহিত লাল বাবা।
লাল বাবা জানান, “জগতের মঙ্গল কামনায় শান্তির উদ্দেশ্যে এই কুমারী পুজোর আয়োজন করা হয়। ৪৪ বছর ধরে এই পুজো চলে আসছে। সমস্ত খণ্ডকে একত্রিত করে মায়ের পূর্ণাঙ্গ রূপ দেবার উদ্দেশ্যেই এই পুজো। আর সেই মায়ের কাছে আরাধনা করা, সংকল্প দেওয়া।”
একান্নটি পীঠস্থানকে স্মরণ করে ৫১ টি কুমারীকে পুজো করা হয় বীরভুমের কংকালীতলায় ত্রয়োদশীর পুণ্যলগ্নে। প্রায় ৪৪ বছর ধরে এই রীতি চলে আসছে।
এই পীঠস্থান সংলগ্ন আশপাশের গ্রাম থেকে ১২ বছরের কুমারী মেয়েদের নিয়ে এই পুজো করা হয়।
প্রথমে এই কুমারী মেয়েদের পাশে বয়ে যাওয়া কোপাই নদীতে স্নান করানো হয়। তারপর লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বটবৃক্ষের নিচে পুজো করা হয়। এই পুজোকে ঘিরে অসংখ্য ভক্তদের সমাগম ঘটে। পুজো শেষে চলে ভক্তদের প্রসাদ বিলি।