নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য কেন্দ্রীয় আয়কর দপ্তরের তরফ থেকে একাধিকবার প্যান কার্ড গ্রাহকদের সময়সীমা দেওয়া হয়েছে। আর এবারও সেই সময় সীমার মেয়াদ বাড়িয়ে করা হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত। কিন্তু এবার এই নির্দেশিকা না মানলে ১৮ কোটি প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। এমনই একটি খবর সম্প্রচারিত হয়েছে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে। যে সংবাদমাধ্যমে সংবাদটি সম্প্রচারের সময় আয়কর দপ্তর সূত্রকে উদ্ধৃত করা হয়েছে।
জানা গিয়েছে, দেশের বহু নাগরিক আয়কর ফাঁকি দেওয়ার জন্য একাধিক প্যান কার্ড তৈরি করে সেগুলির মাধ্যমে লেনদেন করে থাকেন। কিন্তু আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেলে এই জালিয়াতি রুখে দেওয়া যাবে অতি সহজেই। আবার অনেক ক্ষেত্রেই একাধিক প্যান কার্ড ধারী ব্যক্তিরা তাদের আয় কম দেখিয়ে আয়কর ফাঁকি দিয়ে থাকেন। সেক্ষেত্রেও এই লিঙ্ক করা হলে এমন কার্যকলাপ করা সম্ভব হবে না। আয়কর আধিকারিকেরা জানিয়েছেন, একবার আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেলে একাধিক প্যান কার্ড ব্যবহার অথবা তৈরি করা সম্ভব হবে না। যে কারণে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাটা খুব জরুরি।
আরও পড়ুনঃ প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি
ভারতে ১৩০ কোটি মানুষ বসবাস করলেও মাত্র দেড় কোটি মানুষ আয়কর জমা দিয়ে থাকেন। দেশের এই বিপুল জনসংখ্যার মানুষের মধ্যে ৫১ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে। তাদের মধ্যে আবার ৬.৫ কোটি মানুষ আয়কর রিটার্ন দাখিল করে থাকেন। কিন্তু এই ৬.৫ কোটি মানুষের মধ্যে মাত্র ১.৫ কোটি মানুষ কর দেন। আর ৫১ কোটি প্যান কার্ডধারীদের মধ্যে ৩২.৭ কোটি মানুষ ইতিমধ্যেই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন। বাকি রয়েছে ১৮ কোটির কিছু বেশি প্যান কার্ড যেগুলি এখনো পর্যন্ত আধারের সাথে লিঙ্ক করানো হয়নি। আর এই সকল প্যান কার্ড গুলির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে বহু ক্ষেত্রেই প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক হতে পারে। সুতরাং বিশেষজ্ঞরা মনে করছেন যদি কেউ প্যান কার্ডের সাথে এখনো পর্যন্ত আধার লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে তারা যেন দ্রুত প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নেন।