মাস্ক না পরলেই শাস্তি, নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা অতিমারি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আনলক ৫ পর্যায়ের যে সকল বিধিনিষেধ রয়েছে সেগুলির মেয়াদ বাড়ানো হয়েছে। আর সেই সকল বিধি-নিষেধের মেয়াদ রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানোর পাশাপাশি আরও কিছু বাড়তি বিধিনিষেধ জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে এই সকল বিধিনিষেধ সম্পর্কিত নির্দেশিকা জারি করে জানানো হয় তা চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত।

১) ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না। অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকছে অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়।

২) সুইমিং পুল খোলা যাবে কেবলমাত্র প্রশিক্ষণ কাজের জন্য। অন্য কোন কাজের ক্ষেত্রে সুইমিংপুল খোলার অনুমতি নেই।

৩) সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার ৫০% দর্শক নিয়ে খোলা যাবে। তবে কনটেইনমেন্ট জোন এলাকায় বন্ধ থাকছে এই সকল ক্ষেত্রগুলি।

৪) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক, শিক্ষা সংক্রান্ত, বিনোদনমূলক, সংস্কৃতিক, নাচগান সংক্রান্ত, ধর্মীয় ও রাজনৈতিক সংক্রান্ত জমায়েত চলবে। তবে এই সকল জমায়েত হতে হবে কনটেইনমেন্ট জোনের বাইরে।

৫) প্রেক্ষাগৃহে জমায়েতের ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সর্বাধিক সংখ্যা হতে হবে ২০০ জন।

৬) খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজ করা বাধ্যতামূলক।

৭) মাস্ক না পরা অথবা অন্যান্য স্বাস্থ্যবিধি না মানা হলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।