নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। শনিবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকে ভাইরাস বলে কটাক্ষ করার পাশাপাশি তাকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান। আর অনুব্রতর সেই কটাক্ষের পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুই নেতার চাঁছাছোলা আক্রমণে তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে।
ইলামবাজারের দলীয় কর্মী সভা শেষে অনুব্রত মণ্ডল বলেন, “আমার নাম না করে তৃণমূলে নিতে বলেছে। আমি বলছি তুমি তৃণমূলে এসো। আমার বুথ কর্মীদের সাথে মিশো। ওরা দলে নাম লিখিয়ে নেবে। ও একটা ভয়ঙ্কর ভাইরাস। স্যানিটারি-ফ্যানিটারি করে, ডোবার জলে চান করিয়ে নিয়ে নেবে। ওদের গোবর মাখা স্বভাব আছে, গোবর মেখে নেবে।”
আর এর পাল্টা হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এর আগেও অনেকবার ডায়লগ দিয়েছেন। কিন্তু কিছুই করতে দেখিনি। উনি বলেছিলেন ঢাক বাজাবেন। আমি বলেছিলাম ধামসা নিয়ে যাবো। কিন্তু ঢাকের আওয়াজ শুনিনি, ধামসাও বাজাইনি।”
এরপরেই দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেন, “ভলিয়্যুমটা কমেছে খানিকটা। আমার মনে হচ্ছে ধীরে ধীরে স্পিকারের কানেকশনটাও বন্ধ হয়ে যাবে। ডায়লগবাজি করে লাভ নেই। বারুদের স্তূপে পরিণত হয়েছে বীরভূম। বীরভূমের তৃণমূল নেতাকর্মীদের বাড়ি থেকে, পার্টি অফিস থেকে বোমা উদ্ধার হচ্ছে। ত্রাসের মধ্যে রয়েছেন বীরভূমের বাসিন্দারা। এর থেকে মুক্তি চাইছেন আর বিজেপি তাদের মুক্তি দেবে।”