পঞ্জিকা মতে সরস্বতী পুজোর শুভক্ষণ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই বাংলার পড়ুয়ারা মেতে উঠবেন বাগদেবীর পুজোয়। যে পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন তারা। পুজোয় আনন্দ হুল্লোড়ের পাশাপাশি দেবীর কাছে বিদ্যা চেয়ে নেওয়া। আর আগামীকাল অর্থাৎ ১৬ ই ফেব্রুয়ারি এই সরস্বতী পুজোয় শুভক্ষণ কখন? কি বলছে পঞ্জিকা?

Advertisements

Advertisements

বসন্ত পূর্ণিমার দিন সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে চতুর্থী ও পঞ্চমীর সন্ধিক্ষণে পুজো সবচেয়ে ভালো। আর আগামীকাল সকাল ৬ টা ৫৯ মিনিট থেকে বেলা ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত সরস্বতী পুজোর শুভক্ষণ রয়েছে বলে জানাচ্ছে পঞ্জিকা। এবছর বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে ১৬ই ফেব্রুয়ারি ভোর ৩ টে ৩৬ মিনিট থেকে এবং তা শেষ হবে ১৭ ই ফেব্রুয়ারি ভোর ৫ টা ৪৬ মিনিটে।

Advertisements

[aaroporuntag]
চলতি বছর করোনা আবহে বছরখানেক বন্ধ স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দিন কয়েক আগেই রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পুনরায় স্কুল খোলা হয়েছে। আর এই আবহেই এবার আয়োজন করা হচ্ছে বাগদেবীর পুজো। তবে করোনা আবহের মাঝেই বাগদেবীর পূজাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements