বাংলায় কার্যত লকডাউনের সুফল মিললো কতটা, কি বলছে পরিসংখ্যান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে গত ১৬ মে থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। যে বিধি-নিষেধ কার্যত লকডাউনের চেহারা নিয়েছে। তবে রাজ্য সরকার এই বিধি-নিষেধকে লকডাউন বলতে নারাজ। সে যাই হোক এখন প্রশ্ন হল এই লকডাউনের ফলে সংক্রমণ কতটা কমলো? অথবা এর সুফল কতটা? কি বলছে পরিসংখ্যান।

Advertisements

১৬ মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯,১১৭। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ১৯,১১৩ এবং মৃতের সংখ্যা ছিল ১৪৭। ওই দিন রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১,৩১,৮০৫ জন।

Advertisements

Advertisements

আর এই কড়া বিধি-নিষেধ জারি হওয়ার ১১ দিন পর অর্থাৎ ২৬ মে’র রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬,২২৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯,০৭১ জন। মৃত ১৫৩ জন। শেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্য সক্রিয় রোগীর সংখ্যা ১,২৩,৩৭৭ জন।

অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে গত কয়েকদিন ধরে দৈনিক করোনা। আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃতের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। অন্যদিকে এই ১১ দিনে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৮,৪২৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা তা কমলেও তা খুব একটা স্বস্তির নয়।

[aaroporuntag]
এখন বর্তমান যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে তা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এই কয়েকটা দিনে সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে কিনা তাই এখন দেখার। তবে এর পাশাপাশি যে গ্রাফ লক্ষ্য করা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে আরও কয়েকটা দিন এই কড়া বিধি নিষেধ বাড়ানো হলো। এই বিধিনিষেধ চলবে ১৫ জুন পর্যন্ত।

Advertisements