রায়হান রেজা : ঘূর্ণিঝড় ইয়াস আসার আগে এবং পরে হুগলি ও উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় টর্নেডো আছড়ে পড়তে দেখা গিয়েছিল। আর এবার মুষলধারে বৃষ্টির পাশাপাশি একই ঘটনা ঘটলো বীরভূমে। যে ঘটনায় কমপক্ষে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মুরারই দু’নম্বর ব্লকের অন্তর্গত কাশিমনগর গ্রামে মুষলধারে বৃষ্টির পাশাপাশি হঠাৎ টর্নেডো ঝড় লক্ষ্য করা যায়। মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়েছিল এই ঝড়। আর তাতেই একাধিক বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে যায় এবং বেশ কয়েকটি বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়তে দেখা গিয়েছে। যে কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় উদ্ধারকারী দল এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশাররফ হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তারা।
[aaroporuntag]
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ইয়াস ভূখন্ডে আছড়ে পড়ার পরেও হাওয়া অফিসের তরফ থেকে বারংবার জানানো হয়েছিল, স্থানীয়ভাবে টর্নেডোর দেখা মিলতে পারে। আর সেই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এই ঘটনা লক্ষ্য করা গেল। পাশাপাশি বর্তমানে ঘূর্ণিঝড়ে ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ডের উপর বিরাজ করায় এখনও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে পশ্চিমবঙ্গের একাধিক জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।