আধার কার্ডে ভুল রয়েছে নাম, বাড়িতে বসেই করা যাবে সংশোধন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক অথবা প্যান কার্ড, রেশন কার্ড অথবা যেকোনো সরকারি সুবিধা, সবক্ষেত্রেই এখন একপ্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। তবে এই আধার কার্ডে নাম, ঠিকানা এবং অন্যান্য একাধিক তথ্য ভুল থাকার কারণে কার্ড থাকা সত্ত্বেও দরকারি কাজ করিয়ে উঠতে পারেন না বহু গ্রাহকেরা। আগে কার্ডের সংশোধন করাতে হয় তারপর সেই সকল কাজ করা যায়।

Advertisements

Advertisements

এক্ষেত্রে গ্রাহকদের ক্ষেত্রেই হয়রানির শিকার হতে হয়। সেই জায়গায় এবার UIDAI গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখে বাড়িতে বসেই যাতে কার্ডে থাকা নিজেদের নামের ভুল সংশোধন করতে পারেন তার জন্য অনলাইন ব্যবস্থা নিয়ে এলো। বাড়িতে বসেই অনলাইনে কয়েকটি পদ্ধতি অনুসরণ করেই কার্ডে থাকা নিজের ভুল নাম সংশোধন করা যেতে পারে।

Advertisements

UIDAI এর তরফ সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, এখন থেকে গ্রাহকরা নিজেরাই নিজেদের নাম সংশোধন করতে পারবেন UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট লিঙ্ক অনুসরণ করে। তবে নাম পরিবর্তন করার সাথে সাথে তার উপযুক্ত প্রমাণ হিসাবে কোন একটি নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।

বাড়িতে বসে অনলাইনে কার্ডে থাকা নাম পরিবর্তন করার জন্য গ্রাহকদের যেতে হবে https://ssup.uidai.gov.in/ssup/ লিঙ্কে। সেখানে ‘Proceed to Update Aadhaar’ বিকল্পে ক্লিক করতে হবে। তারপর নিজের আধার নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। এগুলি দেওয়া হলে একটি ওটিপি পাঠানো হবে আধারের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পদক্ষেপ অনুসরণ করে নিজের নাম সংশোধন করতে পারা যাবে।

তবে বাড়িতে বসে কাজ করার জন্য অবশ্যই গ্রাহকের আধার কার্ডের সাথে থাকতে হবে মোবাইল নম্বর রেজিস্টার। অন্যথায় তা বাড়িতে বসে করা যাবে না। পাশাপাশি এই সংশোধন করার জন্য গ্রাহকদের ৫০ টাকা খরচ করতে হবে।

Advertisements