টাকা ফ্রড হলেও ফেরতের সম্ভাবনা, কেন্দ্র চালু করলো নতুন ব্যবস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে যেমন অধিকাংশ মানুষ ডিজিটাল মাধ্যম, ডিজিটাল লেনদেনের প্রতি বিপুল পরিমাণে ঝুঁকছেন ঠিক তেমনি তালে তাল দিয়ে বেড়ে চলেছে ডিজিটাল ফ্রড অর্থাৎ প্রতারণার মতো ঘটনা। তবে এবার এই ক্ষেত্রে টাকা ফ্রড হলেও সেই টাকা না ডুবে ফেরতের সম্ভাবনা থাকছে। ফ্রড হওয়া টাকা ফেরতের জন্য নতুন ব্যবস্থাপনা আনলো কেন্দ্র।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর্থিক ক্ষতি রোধে নতুন একটি হেল্পলাইন নম্বর চালু করলো। এই বিষয়ে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মানুষের কষ্টার্জিত টাকা যাতে নষ্ট না হয় তার জন্য জাতীয় স্তরে একটি হেল্পলাইন এবং জাতীয় স্তরে রিপোর্টিং প্ল্যাটফর্ম চালু করা হলো। দেশের নাগরিকদের সুরক্ষিত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে ডিজিটাল মাধ্যমে ফ্রড সংক্রান্ত অভিযোগ জমা করার জন্য যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেটি হলো ১৫৫২৬০। এই নম্বর রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত নম্বর। এই নম্বরে ফোন করে অভিযোগ জানানোর সময় অভিযোগকারীকে প্রথমেই তার রাজ্য বেছে নিতে হবে। তারপর অভিযোগ সংক্রান্ত নথি অর্থাৎ বিবরণ জানাতে হবে। অভিযোগ নেওয়ার পর অভিযোগকারীকে একটি টিকিট নম্বর দেওয়া হবে।

Advertisements

অভিযোগকারীকে দেওয়া টিকিট নম্বরের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্ত শুরু করা হয়ে থাকে। ওই টিকিট নম্বরের ভিত্তিতে তদন্তকারী সংস্থা তদন্ত করার সময় যদি দেখে থাকেন যে ফ্রড হওয়া টাকা ব্যাঙ্কে রয়েছে সেক্ষেত্রে সেই টাকা যাতে কেউ তুলতে না পারেন তার জন্য ওই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

এখন যদি ফ্রড হওয়া টাকা অন্য কোন জায়গায় ট্রান্সফার করা হয়ে থাকে তাহলে তদন্তকারী সংস্থা নিজে থেকেই ওই টিকিট নম্বরটি সেই ব্যাঙ্কে পাঠিয়ে দেয়। এই ভাবেই ধাপে ধাপে চলতে থাকে টাকা উদ্ধারের প্রক্রিয়া। টাকা উদ্ধার যতক্ষণ না হয়ে থাকে ততক্ষণ এই প্রক্রিয়া অব্যাহত থাকে।

Advertisements