নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মধ্যে চলছে বড় প্রতিদ্বন্দ্বীতা। এই দুই সংস্থা একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। আর এবার এয়ারটেল টাটা সংস্থার সাথে হাত মিলিয়ে আনতে চলেছে 5G পরিষেবা।
ভারতে 4G পরিষেবা আসার পরেই নেট দুনিয়ায় বিপ্লব ঘটে। মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। গত পাঁচ ছয় বছর আগে যা কল্পনাতিত ছিল তাই আজ বাস্তবায়িত। মূলত সস্তায় পরিষেবা এবং আধুনিকতার পরিপেক্ষিতে এই বিপ্লব ঘটেছে। আর এবার বিপ্লবকে আরও ত্বরান্বিত করতে গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে 5G পরিষেবার বিষয়ে। আর এই পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল।
5G পরিষেবা প্রদানের ক্ষেত্রে এয়ারটেল টাটা সংস্থার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছে তা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। আর এবার এই জল্পনাতেই পাকাপাকিভাবে স্বীকৃতি দিল সংস্থা। এয়ারটেলের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, টাটা এবং এয়ারটেল যৌথভাবে মেড ইন ইন্ডিয়া 5G পরিষেবা আনতে চলেছে।
Airtel and Tata join hands for ‘Made in India’ 5G. Airtel will pilot and deploy this indigenous solution from Tata as part of its 5G rollout plans in India and start the pilot in January 2022. #Airtel pic.twitter.com/XGVEWCI1L0
— Bharti Airtel (@airtelnews) June 21, 2021
এই 5G পরিষেবা কবে চালু হবে? এয়ারটেলের তরফে 5G পরিষেবা চালু করার দিনক্ষণ হিসাবে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে পাইলট প্রজেক্ট হিসাবে এয়ারটেল এবং তারা তাদের মেড ইন ইন্ডিয়া 5G পরিষেবা প্রদান করা শুরু করবে। পরবর্তীতে ধীরে ধীরে সমস্ত গ্রাহকদের জন্য এই পরিষেবা প্রদান করা হবে। এয়ারটেলের তরফের সম্প্রতি এই ঘোষণার পরেই দেশের এয়ারটেল গ্রাহকরা মুখিয়ে রয়েছেন 5G পরিষেবা ব্যবহারের জন্য।