Jio, Airtel কে টেক্কা দিতে Vodafone আনলো ৬০ দিনের নতুন রিচার্জ প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে প্রতিযোগিতার ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থাগুলি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে সেই সকল টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো Jio, Airtel এবং VI বা Vodafone। আর এই তিন টেলিকম সংস্থার মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। কোন এক সংস্থা নতুন অফার আনলেই অন্যান্যরাও একই রকম অফার এনে টেক্কা দেওয়ার চেষ্টা করে।

Advertisements

Advertisements

মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও সম্প্রতি একাধিক নতুন রিচার্জ প্ল্যান বাজারে এনেছে যেগুলিতে কোন দৈনিক ডেটা লিমিট নেই। এই সকল রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটি রিচার্জ প্ল্যান হলো ৪৪৭ টাকার, যার ভ্যালিডিটি ৬০ দিন। এই রিচার্জের পাল্টা হিসেবে এয়ারটেল ৬০ দিনের জন্য নিয়ে আসে একই রকম অফার যুক্ত নতুন রিচার্জ প্ল্যান ৪৫৬ টাকা। আর এবার এই দুই সংস্থার পাল্টা হিসেবে ভোডাফোন নিয়ে এলো তাদের ৪৪৭ টাকার নতুন রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা কি পাবেন চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

৪৪৭ টাকা : নতুন এই রিচার্জ প্ল্যানে ভোডাফোন গ্রাহকদের দেওয়া হচ্ছে মোট ৬০ দিনের ভ্যালিডিটি। এর সাথে রয়েছে ভারতবর্ষের যেকোনো নম্বরে আনলিমিটেড কল। এই নতুন রিচার্জ প্ল্যানে মোট ৫০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। তবে এই ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনরকম দৈনিক ডেটা লিমিট নেই। অর্থাৎ গ্রাহকরা নিজেদের চাহিদামত এই ডেটা ব্যবহার করতে পারবেন।

এর পাশাপাশি এই নতুন রিচার্জ প্ল্যানটিতে রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং দেওয়া হচ্ছে Vi Movies এবং live TV সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisements