‘খেলা হবে’ দিবস পালিত হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুধুমাত্র একটি স্লোগান ‘খেলা হবে’, যে স্লোগানটি সদ্যসমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনের শুরু থেকে সমাপ্ত পর্যন্ত মাতিয়েছে। শুধু বঙ্গ রাজনীতিকে নয়, এবার এই ‘খেলা হবে’ পাড়ি দিয়েছে ভিন রাজ্যেও। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও ‘খেলা হবে’ স্লোগান লক্ষ্য করা যাচ্ছে এখানে ওখানে।

Advertisements

Advertisements

আবার অন্যদিক দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে এই ‘খেলা হবে’ স্লোগানের জন্ম রাজনীতি থেকে হলেও তার রাজনীতির আঙ্গিনাকে টপকে এর ডিজে গান পাড়ি দিয়েছে বিয়ে বাড়ি থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, আমোদ আহ্লাদের জায়গায়। আর এবার এই জনপ্রিয় ‘খেলা হবে’ দিবস পালন করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন।

Advertisements

যদিও কোন দিন এই ‘খেলা হবে’ দিবস পালন করা হবে তা এখনো ঠিক করা হয়নি বলে জানা যাচ্ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ দিবসের পাশাপাশি এই নামে একটি প্রকল্প আনার কথাও ঘোষণা করেছেন। তবে দিন ঠিক না হলেও যেদিন এই দিনটি পালন করা হবে সেদিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে। ফুটবলের প্রতি আগ্রহ এবং ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই দিবস এবং প্রকল্প বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকল্প সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে জানা যাচ্ছে, ঐদিন ক্লাবে ক্লাবে ফুটবল বিতরণ করা হবে। রাজ্য সরকার মনে করছে, এর ফলে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। ইতিমধ্যেই রাজ্যের ক্লাব সংখ্যা জানার জন্য যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকায় কতগুলি ক্লাব রয়েছে তা আগামী ২৮ জুনের মধ্যে জানানোর।

Advertisements