নিজস্ব প্রতিবেদন : করোনা বিধি-নিষেধ নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ছাড় দেওয়া হলেও সম্পূর্ণ ছাড় এখনও মেলেনি। আংশিকভাবে এই বিধি নিষেধ চলবে আগামী ১৫ই জুলাই পর্যন্ত। এরপর কি বিধি নিষেধ শিথিল হবে, তা নিয়েই রাজ্য জুড়ে চলছে জোর চর্চা। কারণ এই বিধি-নিষেধের যাঁতাকলে আটকে রয়েছে লোকাল ট্রেন চলাচল। এমনকি ধোঁয়াশা তৈরি হচ্ছে ১৬ তারিখ থেকে লোকাল ট্রেন চলাচল নিয়েও।
সূত্র মারফত জানা যাচ্ছে, এখনই রাজ্য সরকার সম্পূর্ণ বিধি নিষেধ তুলে নেওয়ার পক্ষে নয়। তবে বর্তমানে যে বিধিনিষেধ চলছে তাতে আরও কিছু শিথিলতা আসতে পারে। বর্তমানে রাজ্যের করোনা গ্রাফ নিম্নমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এই আক্রান্তের সংখ্যা যত দ্রুত সম্ভব আরও কমিয়ে আনা। তবে এর সাথে সাথেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে এখনই সম্পূর্ণ বিধিনিষেধ তুলে দেওয়ার পক্ষে হাঁটবে না রাজ্য সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
অন্যদিকে বিধি-নিষেধ জারি থাকলেও পরিবহন ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। বাস থেকে অটো প্রায় প্রতিটি যানবাহনকে ৫০% যাত্রী নিয়ে রাস্তায় নামার অনুমতি দেওয়া হয়েছে। তবে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সেই ভাবে রাস্তায় বাস নামেনি। এই পরিস্থিতিতে অফিস কাছারির কর্মচারীরা ছাড়াও নিত্যযাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গণপরিবহনের ক্ষেত্রে এই সমস্যার সবথেকে বড় কারণ হল লোকাল ট্রেন এখনো পর্যন্ত চালু না হওয়া। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ১৫ তারিখের পর কি আদৌ চলবে লোকাল ট্রেন?
অন্যদিকে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এখনই লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য সরকার। লোকাল ট্রেন চলাচল নিয়ে আগামীকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তার আধিকারিকদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। সেই সঙ্গে আগামী কালই জানা যাবে বিধি-নিষেধের ক্ষেত্রে আর কি কি শিথিলতা আনা হচ্ছে এবং লোকাল ট্রেন চালু হচ্ছে কিনা।