নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মুকেশ আম্বানি টেলিকম সংস্থার রিলায়েন্স জিও বিপ্লব এনে দিয়েছে তা অনস্বীকার্য। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা ভারতে আসার পর থেকেই অন্যান্য টেলিকম সংস্থাগুলিও সস্তায় পরিষেবা দিতে শুরু করেছে। আর সেই সকল টেলিকম সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে জিও।
সম্প্রতি মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা অর্থাৎ ইন্টারনেট পাবেন, সাথে আনলিমিটেড কল সহ অন্যান্য সুবিধাও রয়েছে। আর এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের দৈনিক খরচ করতে হবে মাত্র ৯.৫৯ টাকা। অর্থাৎ তিন টাকার কিছু বেশি খরচেই মিলবে ১ জিবি করে ডেটা।
তবে এত সস্তায় এই প্ল্যান নেওয়ার জন্য জিও গ্রাহকদের একবারে এক বছরের রিচার্জ করতে হবে। এক বছরের এই রিচার্জ প্ল্যানটি মূল্য হল ৩৪৯৯ টাকা। দৈনিক খরচ হিসাব করলে দাঁড়ায় ৯.৫৯ টাকা। এতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ইন্টারনেটের পাশাপাশি পাবেন আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং অন্যান্য জিও অ্যাপের সুবিধা অর্থাৎ JioTV, JioCinema, JioCloud, JioSecurity, JioNews-এর মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন বিনামূল্যে।
তবে কোনো গ্রাহক যদি এককালীন এত টাকা দিয়ে এই প্ল্যান রিচার্জ করতে সমর্থ না হয় তাহলে তিনি মাসে মাসেও রিচার্জ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সেই গ্রাহকের খরচ অনেকগুণ বেশি হবে। একই সুবিধা রয়েছে এমন ২৮ দিনের রিচার্জ প্ল্যানের মূল্য হল ৩৪৯ টাকা এবং ৮৪ দিনের জন্য এই রিচার্জ প্ল্যানের মূল্য হল ৯৯৯ টাকা।