নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে চারটি টেলিকম সংস্থা তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি নিয়ে উঠে পড়ে লেগেছে সেই চারটি টেলিকম সংস্থা হল জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। মূলত এই চারটি টেলিকম সংস্থার মধ্যে বছরভর প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতায় যখন মুকেশ আম্বানির টেলিকম সংস্থা নতুন নতুন অফার নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য, সেই সময়ে এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মত টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের ক্ষেত্রে বেশকিছু রদবদল করছে।
দিন কয়েক আগেই দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের সর্বনিম্ন রিচার্জ ৪৯ টাকা তুলে দেয়। তারা তাদের গ্রাহকদের ক্ষেত্রে সর্বনিম্ন রিচার্জ হিসাবে ৭৯ টাকার উল্লেখ করেছে। আর এবার ভোডাফোন আইডিয়ার পালা। ভোডাফোন আইডিয়াও এবার তাদের দুটি রিচার্জ প্ল্যান ৪৯ এবং ৯৫-এর রদবদল করলো। এই দুটি রিচার্জ প্ল্যানের রদবদল সম্পর্কে জানা না থাকলে গ্রাহকদের লোকসানের সম্মুখীন হতে হবে।
৪৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে আগে পাওয়া যেত ২৮ দিনের ভ্যালিডিটি। কিন্তু তাতে এখন রদবদল ঘটানো হয়েছে এবং বলা হয়েছে এখন থেকে এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ১৪ দিনের ভ্যালিডিটি। এর সাথে পাওয়া যাবে ৩৮ টাকা টকটাইম এবং ১০০ এমবি ডেটা। কল রেট হবে ২.৫ পঃ/সেকেন্ড। অর্থাৎ রদবদল অনুযায়ী ১৪ দিনের ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হচ্ছে।
৯৫ টাকা : একইভাবে ৯৫ টাকা রিচার্জের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এই রিচার্জ প্ল্যানে এখন গ্রাহকরা পাবেন ৩৫ দিনের ভ্যালিডিটি। যাতে পাওয়া যাবে ৭৪ টাকা টকটাইম এবং ২০০ এমবি ডেটা। কল রেট হবে ২.৫ পঃ/সেকেন্ড।
তবে ৭৯ টাকা রিচার্জ প্ল্যানে ভোডাফোন আইডিয়া কোন পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। ৭৯ টাকা রিচার্জ প্ল্যান গ্রাহকরা পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। এর সাথে যাওয়া হবে ৬৪ টাকা টকটাইম, ২০০ এমবি ডেটা এবং কল রেট হবে ১ পঃ/সেকেন্ড।