নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার জগতে একচ্ছত্র রাজ করে চলেছে ফেসবুক এবং ফেসবুক অধীনস্থ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল অ্যাপগুলি। তবে গতকাল রাতে হঠাৎ বিভ্রাটের শিকার হয় এই তিন মাধ্যম। এর আগেও এমন বিভ্রাটের ঘটনা ঘটেছে, তবে সোমবার রাতে যে সময় ধরে বিভ্রাট চলেছে তা এর আগে এত দীর্ঘ সময় ধরে লক্ষ্য করা যায়নি।
দীর্ঘতম বিভ্রাটের পর মঙ্গলবার ভোররাতে পরিষেবা স্বাভাবিক হয় ফেসবুকে। ফেসবুকের পাশাপাশি পরিষেবা স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও। এই দীর্ঘ বিভ্রাটের জন্য ক্ষমা চেয়েছেন ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি লিখেছেন, “ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়্যাটসঅ্যাপ এখন আবার কাজ করতে শুরু করেছে। আজকের বিভ্রাটের জন্য দুঃখিত। নিজেদের পছন্দের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে আপনারা আমাদের উপর কতটা নির্ভর করেন, তা আমি জানি।”
ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে ‘ডাউন ডিটেক্টর’ নামে একটি সংস্থার দাবি করেছে, ইতিহাসে দীর্ঘতম বিভ্রাটের সাক্ষী থেকেছে ফেসবুক। ডাউন ডিটেক্টর নামের সংস্থাটি অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে নজরদারি চালিয়ে থাকে।
তবে ঠিক কি কারণে এই দীর্ঘ সময় ধরে ফেসবুক পরিষেবা ব্যাহত থাকলো তার সম্পর্কে সংস্থার তরফ থেকে কোনো রকম বিবৃতি দেওয়া না হলেও বিভিন্ন মহল দাবি করছে, ডিএনএস সংক্রান্ত সমস্যার কারণেই এমন ঘন্টা ছয়েক পরিষেবা ব্যাহত হয়ে থাকতে পারে। অন্যান্য আবার আরও একাধিক বিষয়ে দাবি করছেন।
সোমবার রাত থেকে দীর্ঘক্ষণ ধরে এই পরিষেবা ব্যাহত থাকার কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে ফেসবুক। ফেসবুকের শেয়ার কমেছে ৪.৯%। এই পতন গত বছর নভেম্বর মাসের পর থেকে সবথেকে বড় পতন। এর পাশাপাশি মার্ক জুকারবার্গের ব্যক্তিগত সম্পত্তিও কমেছে অনেকটাই। ব্লুমবার্গ বিলিনেওয়ার্স ইনডেক্সে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই কয়েক ঘণ্টার বিভ্রাটের জেরে জুকারবার্গের সম্পত্তি কমেছে ৬ বিলিয়ন ডলার। যা তাকে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে নামিয়ে দিয়েছে।