নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে এই আধার কার্ড এতটাই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে যে সরকারি যেকোনো ধরনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, এমনকি স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে এই আধার কার্ড প্রয়োজনীয় হয়ে পড়ছে।
তবে বহু মানুষের ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে আধার কার্ডে রয়েছে অপ্রত্যাশিতভাবে বেশ কিছু ভুল তথ্য। কারোর জন্ম তারিখ ভুল, কারোর আবার নিজের নাম অথবা বাবার নামের ক্ষেত্রে ভুল, কারণ আবার ভুল রয়েছে ঠিকানায়। এই সমস্ত ভুল থাকার কারণে বহু ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই সকল নাগরিকদের। এমত অবস্থায় সহজেই যাতে আধার কার্ডের ভুল সংশোধন করা যায় তার জন্য নতুন একটি ওয়েবসাইট নিয়ে এলো UIDAI।
নতুন এই ওয়েবসাইট আনা হয়েছে পুরাতন ওয়েবসাইটের মধ্যেই নতুন ক্যাটাগরি হিসাবে। যাতে খুব সহজেই গ্রাহকরা তাদের অপ্রত্যাশিত ভুল সংশোধন করার সুযোগ পাবেন। খুব সহজেই এই ভুল সংশোধন করার জন্য নাগরিকদের যেতে হবে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট https://ssup.uidai.gov.in/ssup/ -এ।
সেখানে থাকা ‘Proceed to Update Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে যাবে। যেখানে দিতে হবে নিজের আধার নম্বর এবং Captcha।
এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সঙ্গে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ৬ ডিজিটের ওটিপি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এরপর যে সকল ভুল রয়েছে সেগুলি সংশোধন করে ‘Proceed’ বটনে ক্লিক করতে হবে।
এখন আপনি যে সকল তথ্য পরিবর্তন করেছেন তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। সবকিছু প্রক্রিয়া ঠিকঠাক ভাবে সম্পন্ন করার পর ‘Submit’ করে দিন।
আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সকল তথ্য পরিবর্তনের জন্য একটি আপডেট রিকুয়েস্ট নম্বর দেওয়া হবে। জিও নম্বর এর পরিপ্রেক্ষিতে আপনি আপনার আধার কার্ডের সংশোধন প্রক্রিয়া কোন জায়গায় রয়েছে তা জানতে পারবেন।