শেষ নয়, উৎসবে এখনো আছে অনেক বাকি, রইলো তালিকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেবীপক্ষের আগমনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল আনন্দ, হৈ-হুল্লোড়। তবে বিজয়া দশমীর দিন মায়ের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই আপামর বাঙালির মন ভারাক্রান্ত হয়ে পড়েছে। একদিকে দেবী দুর্গার প্রত্যাবর্তন অন্যদিকে সকলের নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া। তবে এখানেই তো আর শেষ নয়, উৎসবে এখনো রয়েছে অনেক বাকি।

Advertisements

বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ। যে কারণে এই বছরের মতো দুর্গাপুজোর সমাপ্তি ঘটলেও সামনে রয়েছে আরও একাধিক উৎসব। আর সেই সকল উৎসবেই মেতে উঠবেন প্রত্যেকে।

Advertisements

দুর্গাপুজোর পর আগামী ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টা ০৩ শুরু হচ্ছে লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট। লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি থাকবে কুড়ি অক্টোবর রাত্রি ৮ টা ২৬ পর্যন্ত। সুতরাং এই বছর লক্ষ্মীপুজো রয়েছে দুদিন।

Advertisements

এর পরেই রয়েছে নভেম্বর মাসের শুরুতেই কালীপুজো। ৪ নভেম্বর কালীপুজো, আর এই কালীপুজোর পরেই রয়েছে ভাইফোঁটা।

কালী পুজোর পরেই আবার ১১ নভেম্বর শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। ১১ নভেম্বর সপ্তমী, ১২ নভেম্বর অষ্টমী, ১৩ নভেম্বর নবমী এবং ১৪ নভেম্বর দশমী। জগদ্ধাত্রী পুজোর পরেই ১৭ নভেম্বর রয়েছে কার্তিক পুজো।

Advertisements