Jio-র স্পিড নিয়ে যে যা বলবে বলুক, Trai বলছে অন্য কথা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রথম টেলিকম সংস্থা হিসাবে 4G নিয়ে আসে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও (Reliance Jio)। সম্প্রতি এই সংস্থা দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থায় পরিণত হয়েছে। তবে গ্রাহক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংস্থার বিরুদ্ধে অভিযোগও বাড়ছে। বহু গ্রাহকদের অভিযোগ তারা ঠিকঠাক স্পিড পাচ্ছেন না।

Advertisements

Advertisements

গ্রাহকদের জিওর স্পিড নিয়ে এমন অভিযোগ হলেও অর্থাৎ যে যা বলবে বলুক না কেন ট্রাই (Trai) এর নিরিখে গত মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে 4G স্পিড তালিকায় ডাউনলোডের গড় গতির ক্ষেত্রে সবার উপরে রয়েছে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার জিও।

Advertisements

অন্যদিকে এই তালিকায় আপলোডের ক্ষেত্রে যে পরিসংখ্যান উঠে এসেছে তাতে সবার উপরে রয়েছে ভোডাফোন আইডিয়া (Vi)। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) সম্প্রতি দেশজুড়ে আপলোড ও ডাউনলোড স্পিড নিয়ে এমনই তথ্য পেশ করেছে।

এই তথ্য পেশ করার পাশাপাশি Trai দাবি করেছে, গত সেপ্টেম্বর মাসে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিওর 4G নেটওয়ার্কের স্পিড বেড়েছে ১৫ শতাংশ। তবে স্পিড বাড়ার নিরিখে জিওর প্রতিদ্বন্দী দুই সংস্থা ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের (Airtel) স্পিডও অনেক বেড়েছে বলে জানিয়েছে ট্রাই। সেপ্টেম্বর মাসে এয়ারটেলের স্পিড বেড়েছে ৮৫ শতাংশ এবং ভোডাফোন আইডিয়া স্পিড বেড়েছে ৬০ শতাংশ।

ট্রাই দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল ১১.৯ Mbps। ভোডাফোন আইডিয়ার গড় ডাউনলোড স্পিড ছিল ১৪.৪ Mbps। অন্যদিকে সেপ্টেম্বর মাসের মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিওর গড় ডাউনলোড স্পিড ছিল ২০.৯ Mbps।

প্রকাশিত তালিকা অনুযায়ী জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ভোডাফোন আইডিয়ার গড় আপলোড স্পিড ছিল ৭.২ Mbps। এয়ারটেল এর গড় আপলোড স্পিড ছিল ৪.৫ Mbps এবং মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিওর গড় আপলোড স্পিড ছিল ৬.২ Mbps।

Advertisements