নিজস্ব প্রতিবেদন : ট্রেনে ওঠা নামা করতে গিয়ে বহু ক্ষেত্রেই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যাত্রীদের। মূলত অসাবধানতাবশত এই ওঠা নামার সময় এমন দুর্ঘটনা ঘটে থাকে। আর এই সকল দুর্ঘটনা থেকে প্রতিনিয়ত যাত্রীদের প্রাণ বাঁচাতে দেখা যায় আরপিএফ কনস্টেবলদের। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে।
সম্প্রতি এমন দুর্ঘটনার মুখ থেকে এক মধ্য বয়স্ক মহিলাকে বাঁচানোর একটি ভিডিও মধ্য রেলের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল। মধ্যবয়স্ক ওই মহিলা ট্রেনটি ঠিক স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে চাপার চেষ্টা করেন। ইলেকট্রিক চালিত ট্রেন হওয়াই সঙ্গে সঙ্গে গতি নেয়। তখনই ওই মহিলা নিজেকে সামলাতে না পেরে পড়ে যান।
ওই ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাওয়ার মুহূর্তেই প্ল্যাটফর্মের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক আরপিএফ লেডি কনস্টেবল ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন। তারপর তাকে আঁকড়ে ধরে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেন। ওই মধ্য বয়স্ক মহিলা পড়ে যাওয়ার মুহূর্তে আর সামান্য দেরি হলেই লাইনে পড়ে যেতে পারতেন। তবে ওই আরপিএফ লেডি কনস্টেবলের তৎপরতায় এই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই মহিলা।
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের সান্ধারাস্ট রোড রেলওয়ে স্টেশনে (Sandhurst Road Station)। ভারতীয় রেলের তরফ থেকে এই ঘটনার ভিডিও সামনে এনে প্রত্যেক যাত্রীকে সতর্ক করেছে, ‘এই ভাবে চলন্ত ট্রেনে ওঠা নামা করে জীবনের ঝুঁকি নেবেন না।’
आज सैंडहर्स्ट रोड रेल्वे स्टेशन पर आयी हुई बदलापुर लोकल ट्रेन के महिला जनरल कोच मे 50 वर्ष महिला यात्री चलती लोकल ट्रेन मे चढ़ने के प्रयास के दौरान पैर फिसलने से गिरते समय स्टेशन पर तैनात महिला आरपीएफ आरक्षक सपना गोलकर द्वारा महिला यात्री की जान बचाकर सराहनीय कार्य किया l pic.twitter.com/7xZBb666ME
— Central Railway (@Central_Railway) October 21, 2021
প্রসঙ্গত, এই সকল একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন সময় সতর্কতামূলক প্রচার করে থাকে। তবে সেই সকল সতর্কতামূলক প্রচার ভুলে সাধারণ যাত্রীরা নিজেদের তাড়াহুড়ো করতে গিয়ে এমন ভুল করে বসেন। আর সেই ভুলের খেসারত দিতে হয় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের। এর পরিপ্রেক্ষিতে রেলের থেকে বারং বার বলা হয়, মুহূর্তের তাড়াহুড়ো ডেকে আনতে পারে বিপদ। সুতরাং তাড়াহুড়ো করে বিপদ ডেকে আনবেন না।