Reliance Electronics Appliance: রাতের ঘুম উড়ল Samsung, LG-র! এবার কম দামে টিভি, ফ্রিজ আনছেন মুকেশ আম্বানি

Reliance of Mukesh Ambani wants to get into the Electronics Appliance business: বৈদ্যুতিক সামগ্রীর দুনিয়াতে একচ্ছত্র রাজত্ব করে এসেছে স্যামসং, এলজি, ওয়ার্লপুল, হায়ার বা দাইকিনের মতো বিদেশি কোম্পানিগুলো। কিন্তু এই ঘটনার পরিবর্তন হতে চলেছে। এখন থেকে ভারতে তৈরি টিভি, ফ্রিজ, এসি বিক্রি করবেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। সাধারণ মানুষের আর কোনো চিন্তা রইলো না কারণ বাড়িতে ব্যবহার করা বিভিন্ন রকমের বৈদ্যুতিন সরঞ্জাম মিলবে তাঁরই কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টোরে (Reliance Electronics Appliance)। সামনে উঠে এসেছে Wyzr নামের একটি ব্র্যান্ড যাকে জনপ্রিয় করতে চাইছেন শিল্পপতি মুকেশ আম্বানি।

এই দেশে বর্তমানে টিভি, ফ্রিজ, এসির মতো বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিন সরঞ্জামের বাজার রয়েছে প্রায় ১.১ লাখ কোটি টাকা। বাজার রয়েছে। এই ইলেকট্রনিক বাজারের অধিকাংশই দখল করে নিয়েছে এলজি, স্যামসং, ওয়ার্লপুল, হায়ার ও দাইকিন এর মতন নামি দামি কোম্পানিগুলো। পাশাপাশি আবার এসির বাজারে আধিপত্য আছে টাটা গ্রুপের কোম্পানির ভোল্টাসের। রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Electronics Appliance) মূল উদ্দেশ্য এই জনপ্রিয় কোম্পানিগুলোর আধিপত্য নষ্ট করা।

সুত্র মাধ্যমে জানা গেছে যে নতুন এই ব্যবসাতে পদার্পণ করার জন্য ধনকুবের মুকেশ আম্বানি দু’টি দেশীয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেমন ডিক্সন টেকনোলজিস ও মির্ক ইলেকট্রনিক্সের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন। মির্কের ব্র্যান্ড ওনিডার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ইলেকট্রনিক বাজারে। যার মার্কেট শেয়ারের পরিমাণ বৃদ্ধি পেলে টিভি-ফ্রিজ তৈরির নিজস্ব প্ল্যান্ট বা কারখানা তৈরি করতে পারে এই কোম্পানি। ফলে খুব সহজেই অন্যান্য কোম্পানিগুলোর আধিপত্য কমতে শুরু করবে।

পাশাপাশি অন্যান্য নামিদামি কোম্পানির থেকে দেশীয় কোম্পানির জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য Wyzr-র এয়ার কুলার বিক্রি শুরু করেছে রিলায়েন্স রিটেল (Reliance Electronics Appliance)। ভবিষ্যতে হয়তো এই ব্র্যান্ডের আওতায় আসতে চলেছে টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি এমনকি এলইডি ব্লাব। এমনটাই পরিকল্পনা নিয়েছেন ধনকুবের মুকেশ আম্বানি। Wyzr বিভিন্ন ধরনের পণ্য ভারতেই তৈরি করবে, সেজন্য বড় আকারের কারখানা স্থাপনের পরিকল্পনা করছে এই কোম্পানি।

আরও পড়ুন 👉 Latest Fan: AC অতীত! এবার ফ্যানেই তাপমাত্রা কমবে ১২ ডিগ্রি, ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল

সোমবার অর্থাৎ ২২ এপ্রিল প্রকাশ করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল। রিলায়েন্স রিটেলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দীনেশ তালুজা Wyzr ব্র্যান্ড এর সামগ্রীগুলিকে স্টোর থেকে বিক্রির কথা ঘোষণা করেন। আম্বানিদের সংস্থা নিজেদের ব্যবসায়িক দিকটি (Reliance Electronics Appliance) এখনো প্রকাশ্যে আনেনি।

তবে Wyzr তাঁদের পণ্য শুধু রিলায়েন্স স্টোরের মাধ্যমে বিক্রি করবে, এমনটা নয়। অ্যামাজন-ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থায় বৈদ্যুতিন সামগ্রী বিক্রির পরিকল্পনা চলছে। কোম্পানির কর্তারা দাবি করেছেন, LG, Samsung ও Whirlpool-র থেকে তাঁদের পণ্যগুলি অনেকটাই সস্তা। Wyzr-র টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন জনপ্রিয়তা পাবে এমনটাই আশা করা হচ্ছে। রিলায়েন্স ইলেকট্রনিক্সের উৎপাদন বৃদ্ধির জন্য কোম্পানির ৫০.১ শতাংশ স্টক ২০২২ সালে কিনে নেয় মার্কিন সংস্থা সানমিটার। ভারতের তামিলনাড়ুতে এই কোম্পানির প্ল্যান্ট খোলা হবে।