Latest Fan: AC অতীত! এবার ফ্যানেই তাপমাত্রা কমবে ১২ ডিগ্রি, ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল

Orient Cloud 3 Latest Fan will make room temperature 12 degrees cooler than outside: ইতিমধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে ৪১° সেলসিয়াসে। কাঠফাটা রোদে বেরোনো যাচ্ছেনা বাইরে। রোদের তাপে বাড়িতে থাকাও দায় হয়ে উঠছে মানুষের। এই গরম থেকে মুক্তি পেতে মানুষ ছুটছে এসি, ফ্যানের দোকানে। তবে অধিক টাকা খরচ করে কিনতে হবে না এসি। এসির ঠান্ডা বাতাস পাওয়া যাবে এই স্মার্ট ফ্যানে (Latest Fan)। যা ঘরের তাপমাত্রা যেমন কমিয়ে দেবে তেমনি দেবে নানান সুবিধা। তাই যারা এসি বা কুলার কেনার কথা ভাবছেন তারা জেনে নিন এই এসি ফ্যানের সম্পর্কে। তারপর সিদ্ধান্ত নিন।

প্রথমত, এসি কেনার সাধ্য সবার হয় না। তাই এসির মতোই ঘর ঠান্ডা করতে বাজারে এসেছে এক দারুন স্মার্ট ফ্যান। যা দামের দিক থেকেও এসির তুলনায় অনেকটাই কম। প্রথমে আসি দামের কথায়, এই নতুন এসি ফ্যানের (Latest Fan) দাম রয়েছে ১৫, ৯৯৯ টাকা। তবে এত টাকাও দিতে হবে না। আপনি এই এসি ফ্যান পেয়ে যাবেন ১২,২৪৯ টাকায়। যা অফলাইন অনলাইন উভয় জায়গাতেই উপলব্ধ।

অতিরিক্ত গরমে গৃহের তাপমাত্রা কমাতে বাজারে এই নতুন ফ্যান এনেছে অন্যতম ইলেকট্রিক সংস্থা ওরিয়েন্ট। যে ফ্যানের নাম হলো Orient Cloud 3। যা স্মার্ট ফ্যানের বাজারে বেশ নজর কেড়েছে। অত্যন্ত হাইস্পিড যুক্ত শব্দহীন ফ্যান হলো এই ওরিয়েন্ট ক্লাউড ৩। এছাড়াও এই ফ্যানে রয়েছে রিমোট সেন্সিং ব্যবস্থা সহ আরো উন্নত মানের সুবিধা। চলুন দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলি কি কি।

আরও পড়ুন 👉 AC Electric Bill: রিমোটে AC বন্ধ করার পর সুইচ অফ করলেন না! তাতেও কি বাড়ে বিদ্যুৎ বিল!

প্রথমে আসি রিমোট কন্ট্রোলের বিষয়ে। কোম্পানি তরফে জানানো হয়েছে, এই নতুন স্মার্ট ফ্যান রিমোটের মাধ্যমে চালু এবং বন্ধ করা যায়। তবে চালু বা বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। ঘরের যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গা থেকেই আপনি রিমোটের মাধ্যমে ফ্যান অন, অফ বা স্পিড কমাতে-বাড়াতে পারবেন। এছাড়াও পরিস্থিতি বা কুলিং অনুযায়ী ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে তিন ধরনের স্পিড। পাশাপাশি ফ্যানের হাওয়া এবং ডিজাইন রয়েছে উন্নত মানের।

ওরিয়েন্টের এই এসি ফ্যানের আরেকটি নতুনত্ব বৈশিষ্ট্য হল ঘর ঠান্ডা করার পাশাপাশি সুগন্ধি ছড়িয়ে দেওয়া। যার জন্য এই ফ্যানে রয়েছে ইন বিল্ট ফ্রেগনেন্স চেম্বার প্রযুক্তি। এছাড়াও এই ফ্যান যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়ার জন্য রয়েছে হ্যান্ডেলের ব্যবস্থা। রয়েছে ওয়াটার স্টোরেজ। ৮ ঘন্টা ঘর ঠান্ডা রাখার জন্য ৪.৫ লিটারের ওয়াটার স্টোরেজ রয়েছে এই এসি ফ্যানে (Latest Fan)। রয়েছে ৩০ ডিগ্রি অসকিলেশন এবং ১০ ডিগ্রি টিল্ট আপ করার ব্যবস্থা।