১লা ডিসেম্বর ফের বাড়তে চলেছে টিভি খরচ, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিদিন : গত পাঁচ বছর ধরে আমজনতার জীবনে এসেছে আমূল পরিবর্তন। এই সকল পরিবর্তনের পাশাপাশি এসেছে বিনোদনের দুনিয়াতেও আমূল পরিবর্তন। পূর্বের বাক্স টিভির জায়গা নিয়েছে এলইডি, অ্যান্ড্রয়েড নানান ধরনের টিভি। একইভাবে বদলে গিয়েছে অ্যান্টেনা, ডিস ইত্যাদি। তবে এই সকল আমূল পরিবর্তনের পাশাপাশি বেড়েছে টিভি দেখার খরচ।

Advertisements

তবে টিভি দেখার খরচ বাড়লেও বাড়িতে বাড়িতে টিভির সংখ্যা কমেনি, বরং যুগের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে তা বেড়েছে। ২০১৯ সালে নতুন নিয়ম চালু হওয়ার পর গ্রাহকদের টিভি দেখার খরচ অনেকটাই বেড়ে যায়। এসবের মাঝেই আবার সম্প্রতি জানা যাচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে বাড়তে চলেছে নতুন করে টিভি দেখার খরচ।

Advertisements

জানা যাচ্ছে, আগামী ১ ডিসেম্বর থেকে নির্বাচিত কিছু চ্যানেলের দাম বাড়তে চলেছে। যেসকল চ্যানেলের দাম বাড়তে চলেছে তাদের পিছনে এখন গ্রাহকদের বাড়তি ৫০% পর্যন্ত টাকা খরচ করতে হতে পারে। সেই তালিকায় সম্প্রতি সামনে এসেছে।

Advertisements

জানা যাচ্ছে, Star Plus, Colors, Sony, ZEE-এর মত চ্যানেলের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হতে পারে ৩৫ থেকে ৫০ শতাংশ। বর্তমানে এই সকল চ্যানেলগুলির পিছনে গ্রাহকদের খরচ করতে হয় প্রতিমাসে গড়ে ৪৯ টাকা। দাম বাড়ার পর এই সকল চ্যানেলের পিছনে গ্রাহকদের গড়ে খরচ করতে হবে ৬৯ টাকা।

এই ক্ষেত্রে যেখানে Sony-র জন্য এখন মাসে ৩৯ টাকা খরচ করতে হয়, সেই জায়গায় আগামী ডিসেম্বর মাস থেকে এই একই চ্যানেলের জন্য গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ৭১ টাকা।

ZEE-র চ্যানেলের মূল্য প্রতি মাসে ৩৯ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৪৯ টাকা। Viacom18 চ্যানেলের জন্য যেখানে বর্তমানে প্রতি মাসে ২৫ টাকা করে খরচ করতে হয় সেই জায়গায় আগামী ডিসেম্বর মাস থেকে খরচ করতে হবে প্রতি মাসে ৩৯ টাকা করে।

Advertisements