অধিনায়কত্ব থেকে টপ অর্ডারের ব্যর্থতা, এই ৫ কারণে পাকিস্তানের কাছে হার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট বিশ্বকাপের (t20 world cup 2021) ময়দানে ভারত গত ২৯ বছর ধরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেও সেই ইতিহাস ভেঙে যায় রবিবার মরুশহরে। শুধু ইতিহাস ভেঙে যাওয়া নয়, পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই প্রথম খেলায় লজ্জাজনক হারের মুখ দেখতে হয় ভারতকে (India)।

Advertisements

ভারতের হাতে বিশ্বমানের একাধিক তারকা থাকা সত্ত্বেও এইভাবে অসহায় আত্মসমর্পণ ক্রিকেটপ্রেমীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আর এই নিয়েই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই সকল বিশ্লেষণ থেকে উঠে আসছে পাঁচটি কারণ, যা ভারতের এইভাবে পরাজয়ের কারণ হিসাবে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

Advertisements

১) পাকিস্তানের কাছে এইভাবে পরাজয়ের পর বিশেষজ্ঞরা প্রথমেই বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, ভারতের ইনিংস চলাকালীন যখন পাকিস্তানের বোলার শাহীন আফ্রীদি ভারতের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিতে সক্ষম হয়েছিল, সেই সময় পাকিস্তানের ইনিংস শুরু হলে কেন নিজেদের সেরা অস্ত্র বুমরাহকে ব্যবহার করলেন না কোহলি? চতুর্থ ওভারে যখন বরুণ কম রান দিয়ে চাপ সৃষ্টি করল সেই সময় পরের ওভারে কেন বুমরাহ অথবা জাদেজাকে এনে আরও চাপ সৃষ্টি করার চেষ্ঠা চালানো হলো না? এর পাশাপাশি প্রশ্ন উঠেছে কেন তিনজন স্পিনার খেলানো হলো না? এই সকল একাধিক বিষয় নিয়ে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisements

২) ভারতের সঙ্গে পাকিস্তানের এই ম্যাচে শিশির এবং টস অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দুবাইয়ের পিচে প্রথমে ব্যাট করে জয় হাসিল করা বেশ কষ্টকর তা সকলেরই কমবেশি জানা। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের ইনিংস চলাকালীন শিশির বিরাট ফ্যাক্টর হয়ে ব্যাটিংয়ে সহায়ক হয়ে ওঠে। এমনকি ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলিকেও একই কথা বলতে শোনা যায়।

৩) ভারতীয় দলে ৬ জন ব্যাটসম্যানকে খেলানো হলেও সব থেকে জরুরি টপ অর্ডারের ব্যাটসম্যানদের ভালো ফল করা। কিন্তু রোহিত শর্মা এবং রাহুল পর পর দুজন টপ অর্ডারের ব্যাটসম্যান প্রথমেই আউট হতেই চাপে পড়ে যায় পুরো দল। এরপর সূর্য কুমার যাদবের ব্যর্থতা এবং অধিনায়ক কোহলি রান পেলেও চাপের মুখে স্টাইকরেট নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এরপর তার আবার আউট হয়ে ফিরে যাওয়া দলের কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

৪) ভারতের একাধিক ভুলের পাশাপাশি পাকিস্তানের তারকারা আফ্রিদি, বাবর, রিজওয়ানদের অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়ে এই ম্যাচে জয় হাসিল করেছে। ম্যাচ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে উজাড় করে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৫) ভারত পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুযুদ্ধ। আর এই স্নায়ুর যুদ্ধে প্রথম থেকেই চনমনে দেখা যায় পাকিস্তান দলকে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল একেবারে চনমনে। সেই জায়গায় অনেকটাই ঝিমিয়ে পড়েছিল ভারত। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা নিজেদের রেকর্ড ধরে রাখার জন্য অতিরিক্ত চাপকে দায়ী করেছেন। কারণ পাকিস্তানের হারাবার কিছু নেই, সেই জায়গায় ভারতের খেলোয়াড়দের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি হয়।

Advertisements