নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারের মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) আসার পর থেকেই শুরু হয়েছে ধুরন্ধর প্রতিযোগিতা। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা প্রথম ভারতের বাজারে 4G পরিষেবা বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে পরবর্তীকালে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 4G পরিষেবা প্রদান করার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে প্রতিদ্বন্দ্বীতা।
প্রতিদ্বন্দিতার এই বাজারে প্রতিটি টেলিকম সংস্থা প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে গ্রাহক ধরে রাখার প্রচেষ্টায় রয়েছে। তবে এরই মাঝে মুকেশ আম্বানি টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য এমন সুযোগ করে দিল যা আপাতত অন্য কোন টেলিকম সংস্থায় নেই। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার গ্রাহকরা টাকা না থাকলেও ৫ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করার জন্য ডেটা পাবেন।
সংস্থার তরফ থেকে গ্রাহকদের এই ডেটা দেওয়া হচ্ছে লোন হিসাবে। এই লোনের নাম দেওয়া হয়েছে “‘Emergency Data Loan’। প্রতিদিনের জন্য গ্রাহকদের যে ডেটা দেওয়া হয় সেই ডেটা শেষ হয়ে যাওয়ার পর যাতে গ্রাহকরা অসুবিধায় না পারেন তার জন্য এই সুবিধা আনা হয়েছে। এটি আসলে ‘Recharge Now And Pay Later’। এই সুবিধার মাধ্যমে জিও গ্রাহকরা ১ জিবি থেকে ৫ জিবি পর্যন্ত ডেটা ধার হিসেবে পেতে পারেন।
এক্ষেত্রে গ্রাহকরা ১ জিবি ডেটা ধার নিলে তাকে পরবর্তীকালে এর জন্য সংস্থাকে দিতে হবে মাত্র ১১ টাকা। এইভাবে ১ জিবি করে মোট ৫ জিবি ডেটা ধার নিতে পারবেন গ্রাহকরা। ডেটা নেওয়ার সময় গ্রাহকদের কোনরকম অর্থ ব্যয় করতে হবে না, পরে এই টাকা পরিশোধ করা যাবে।
এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের MyJio App -এর মধ্যে থাকা ‘Emergency Data Loan’ বিকল্পটি বেছে নিতে হবে। সেখানে আপনি আপনার পছন্দমত ১-৫ জিবির মধ্যে যতটা নিতে চান তা বেছে নিয়ে নিজের নম্বরে সক্রিয় করতে পারবেন।