নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani)টেলিকম সংস্থার রিলায়েন্স জিও (Reliance Jio)। আনলিমিটেড কল, ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে এই সকল বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি তারা প্রযুক্তিগত দিক দিয়েও বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তবে অনেক ক্ষেত্রেই এই সকল প্রযুক্তির অপব্যবহার হয়ে থাকে।
যেমন, অন্য কারোর My Jio অ্যাপে যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকে তাহলে আপনার কল লিস্ট অর্থাৎ আপনি কাকে ফোন করছেন, কতক্ষণ কথা বলছেন, কাকে এসএমএস করছেন, কোন সময় কত পরিমাণ ডেটা ব্যবহার করছেন আপনার অজান্তেই সব জেনে যাবে যার অ্যাপে আপনার নম্বরটি রেজিস্টার্ড রয়েছে। ফলে নিজেদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তবে এর থেকে সহজেই বাঁচার উপায় রয়েছে।
প্রথমেই জানিয়ে রাখা ভাল, আপনার সম্মতি ছাড়া অন্য কেউ তার My Jio অ্যাপে আপনার নম্বর রেজিস্টার করতে পারবে না। এক্ষেত্রে একটি ওটিপি প্রয়োজন হয়। সেই ওটিপি আপনার নম্বরেই আসবে। এখন যদি কেউ কোনভাবে সেই ওটিপি জেনে নেন তাহলে রেজিস্টার করা সম্ভব। যে কারণে কোনভাবেই কাউকে কোন ওটিপি দেওয়া উচিত নয়।
দ্বিতীয়ত, কোন ভাবে ওটিপি হাতিয়ে নিয়েও যদি আপনার নম্বর My Jio অ্যাপে কেউ রেজিস্টার্ড করেও নেন এবং আপনার যদি মনে হয় আপনার কল লিস্ট অন্য কেউ জেনে ফেলেছেন, তাহলে এই তথ্য ফাঁস হওয়ার হাত থেকে বাঁচার জন্য আপনাকে আপনার মোবাইলের My Jio অ্যাপে যেতে হবে। সেখানে গিয়ে মাত্র দুটি কাজ করলেই আর আপনার কল লিস্ট অন্য কেউ দেখতে পাবেন না।
My Jio অ্যাপে গিয়ে প্রথমেই অ্যাপের মাথার উপর যেখানে ‘Search’ অপশন রয়েছে ঠিক তার বাঁ দিকে তিনটি দাগ দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে। এরপর একেবারেই নিচে রয়েছে ‘Settings’। সেটিতে ক্লিক করার পর নিচের দিকের দ্বিতীয় অপশন ‘Logout from all devices’-এ ক্লিক করতে হবে।
এক্ষেত্রে আপনার মোবাইলে থাকা My Jio অ্যাপ থেকেও আপনার নম্বরটি Logout হয়ে যাবে। আপনি পরে আবার নিজের নম্বর Login করে নিতে পারবেন। এছাড়াও আরও একটি উপায় রয়েছে যেটি হল সবচেয়ে সুরক্ষিত।
সবচেয়ে সুরক্ষিত সেই উপায় অবলম্বন করার জন্য একই পদ্ধতিতে সেটিংসে আসতে হবে। সেটিংসে একেবারে প্রথমেই আপনার নম্বর ও নাম যেখানে রয়েছে ঠিক তার নিচে তিনটি অপশন দেখতে পাবেন। ১) Profile, ২) Linked Account এবং ৩) Support। এর মধ্যে দ্বিতীয় অপশন অর্থাৎ Linked Account -এ ক্লিক করতে হবে।
সেখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। এখন সেই অ্যাকাউন্টের পাশেই Remove অপশন থাকবে। যেটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের সঙ্গে থাকা অন্য অ্যাকাউন্ট Remove করে দিতে পারবেন। এটা করা হলেই আর আপনার কল লিস্ট অন্য কেউ দেখতে পাবেন না।
Jio-র কল লিস্ট দেখা হয় My Jio অ্যাপের মধ্যে যেখানে ‘Data Balance’ অপশন রয়েছে সেখানে ক্লিক করে। সেখানে ক্লিক করার পর Calls, SMS, Wifi অপশন রয়েছে। আপনি যা দেখতে চান সেটি বেছে নিয়ে দেখতে পাবেন।