নিজস্ব প্রতিবেদন : গত এক সপ্তাহের মধ্যে যেভাবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল বিধি-নিষেধ জারি করা হবে। আশঙ্কা মতোই রবিবার দুপুরবেলা ঘোষণা করা হলো কি কি মেনে চলতে হবে।
১) ফের বন্ধ হল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়।
২) লোকাল ট্রেন চলাচল করবে ৫০% যাত্রী নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
৩) জিম, পার্লার, সেলুন, চিড়িয়াখানা, পার্ক, সুইমিং পুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪) সরকারি এবং বেসরকারি সমস্ত অফিসে ৫০% কর্মীদের উপস্থিতি নিয়ে কাজ চলবে।
৫) জরুরী কাজ ছাড়া রাত্রি ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বের হওয়া নিষিদ্ধ। এইসময় জারি থাকছে নাইট কার্ফু।
৬) শপিং মল, কমপ্লেক্স খোলা থাকবে রাত্রি দশটা পর্যন্ত। ৫০% ক্রেতা প্রবেশ করতে পারবেন এবং ৫০% কর্মীদের নিয়ে চালাতে হবে।
৭) বার, রেস্তোরাঁ ৫০% ক্রেতা ও কর্মীদের নিয়ে চালানো যাবে রাত্রি দশটা পর্যন্ত।
৮) ৫০% দর্শক নিয়ে খোলা যাবে সিনেমা হল। বন্ধ করার সময়সীমা রাত্রি দশটা।
৯) মিটিং অথবা কনফারেন্সের ক্ষেত্রে ৫০ শতাংশের প্রবেশ অনুমতি সাপেক্ষে এবং তা ২০০ জনের বেশি হলে চলবে না।
১০) ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে অথবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনের বেশি জামায়াত নিষিদ্ধ। অন্তিম ক্রিয়া ক্ষেত্রে ২০ জনেরও বেশী অংশগ্রহন নিষিদ্ধ।
১১) মেট্রো চলাচল করবে তবে তা ৫০% যাত্রী নিয়ে
এই সকল সমস্ত নির্দেশিকা আগামী সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে জারি হচ্ছে। এই নির্দেশিকা অর্থাৎ বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।