‘শিক্ষা-ফিক্ষা সব ডকে উঠে যাবে’, করোনা বাড়তেই বললেন অনুব্রত মণ্ডল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২৫ ডিসেম্বরের পর থেকে আচমকা করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। অন্যদিকে এই সংক্রমণ যাতে কমানো যায় তার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার জারি করেছে একাধিক বিধিনিষেধ। তবে এই সকল বিধিনিষেধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Advertisements

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর সবেমাত্র নভেম্বর মাসে পুনরায় খোলা হয়েছে। কিন্তু সংক্রমণ বৃদ্ধি এবং পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্য সরকার পুনরায় এগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। আর এ নিয়ে মুখ খুললেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তৃণমূলের এই নেতা কোনরকম রাখঢাক না রেখেই বলে দিলেন, ‘শিক্ষা-ফিক্ষা সব ডকে উঠে যাবে’।

Advertisements

রবিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে ছিল যোগদান কর্মসূচি। যে কর্মসূচিতে বীরভূমের বিজেপির সাধারণ সম্পাদক অতনু চ্যাটার্জী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এই যোগদান পর্বের মুহূর্তে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ছেলেমেয়েদের পড়াশোনা ও ভবিষ্যৎ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন।

Advertisements

সাংবাদিকরা ওমিক্রণ বৃদ্ধি এবং স্কুল-কলেজ পুনরায় বন্ধ হওয়ার বিষয়ে প্রশ্ন করলে অনুব্রত মণ্ডল সেই প্রশ্নের উত্তরে জানান, “সেটা কি করবো ভাই! রাজ্যকে বাঁচাতে গেলে এটা করতেই হবে। কিছু করার নেই। বাচ্চা ছেলেদের হয়ে গেলে মুশকিল আছে না। শুনুন শিক্ষা-ফিক্ষা পড়াশুনা সব ডকে উঠে যাবে। বাড়িতে বসে আর পড়াশোনা হয় না। স্কুলে যে জিনিসটা হয় সেটা কি আর বাড়িতে বসে হয়?”

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্য বিতর্ক তৈরি করলেও তিনি পড়াশোনার বর্তমান পরিস্থিতি নিয়ে যে সত্যি কথাই বলেছেন এমনটাই দাবি করেছেন বিরোধীরা। তবে এই পরিস্থিতির জন্য বিরোধীদের তরফ থেকে রাজ্য সরকারই দায়ী করা হয়েছে।

Advertisements