কাঁচা বাদাম গানের সুরে করোনা সচেনতা ক্ষুদে শিল্পীর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন বিশ্ব বিখ্যাত। তিনি এই খ্যাতি অর্জন করেছেন মূলত বাদাম বিক্রি করার সময় তার গান কাচা বাদাম ভাইরাল হওয়ার দৌলতে। এই গান ভাইরাল হওয়ার পর এখন তা মানুষের ঠোঁটে ঠোঁটে।

Advertisements

এই গানকে নিয়ে সম্প্রতি বিভিন্ন ভিডিও ক্রিয়েটাররা বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করছেন এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। কাচা বাদাম গানের মতই সেই সকল গান সাধারণ মানুষের মন জয় করছে। তবে এই জনপ্রিয় কাচা বাদাম গানকে এবার কাজে লাগানো হলো করোনা সচেতনতামূলক প্রচারে।

Advertisements

রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমের অধিকাংশ জায়গাতেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এই সংক্রমণ বৃদ্ধি সত্বেও বহু মানুষই ঠিকঠাক সর্তকতা অবলম্বন করছেন না। এমন পরিস্থিতিতে বীরভূমের সাঁইথিয়ার এক ক্ষুদে শিল্পী এই গানকে কাজে লাগিয়ে সচেতনতামূলক প্রচার করলেন।

Advertisements

কাচা বাদাম গানকে কাজে লাগিয়ে, সুর ও তাল একই রেখে কথার মধ্যে বিস্তর পরিবর্তন ঘটিয়ে ওই বছর দশের খুদে শিল্পী আর্য সিনহা গেয়েছেন একটি নতুন গান। অন্যদিকে একই ভাবে আর্য সিনহার সঙ্গে আরও এক ক্ষুদে শিল্পী এই সচেতনতামূলক প্রচার অংশগ্রহণ করে। ওই ক্ষুদে শিল্পী হলেন বছর আটের সৃক্কনী ঠাকুর।

আমজনতাকে সচেতন করার জন্য এমন অভিনব পদক্ষেপ নেওয়া হয় বীরভূমের সাঁইথিয়ার বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। এই স্বেচ্ছাসেবী সংস্থা কেবলমাত্র সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে এমনটা নয়। বছরের বিভিন্ন সময় তারা সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এমনকি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই তারা সমস্ত রকম ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে থাকে।

Advertisements