নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার থেকে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীতের এখনো অনুভূতি থাকলেও কলকাতা এবং শহরতলী এলাকায় এক প্রকার উধাও হয়ে গিয়েছে। এরই মাঝে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকেই আকাশ কালো মেঘে ঢাকা পড়বে। আকাশ কালো মেঘে ঢাকা পড়ার পাশাপাশি নেমে আসবে বৃষ্টি। রবিবার থেকে এই অকাল বর্ষণ দেখা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টির বেশি দাপট লক্ষ্য করা যাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এই সকল জেলায় রবিবার থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাবে।
রবিবার এই সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরির পাশাপাশি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলা। যদিও এই সকল জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
এর পাশাপাশি হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। হাওড়া, হুগলি এবং কলকাতাতেও। মঙ্গলবার থেকে ফের এই সকল জেলার আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। তবে আর শীতের প্রত্যাবর্তন হবে না বলেও জানানো হয়েছে। ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাপমাত্রা।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সকল জেলায় চলতি সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফ থেকে। তবে এই সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে। চলতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার এই সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।