নিজস্ব প্রতিবেদন : যে সময় বাংলায় শীতের সবথেকে বেশি প্রভাব লক্ষ্য করা যায়, এই বছর ঠিক তার উল্টোটা লক্ষ্য করা গিয়েছে। তথাকথিত শীতের সময় পার করে সরস্বতী পুজোর পর থেকে ধারাবাহিকভাবে শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বাংলায়। স্বাভাবিকভাবেই শীতের এই খামখেয়ালিপনা দেখে অবাক বঙ্গবাসী।
অন্যদিকে এই খামখেয়ালিপনার মাঝেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা যাবে বৃষ্টি এবং বাড়বে তাপমাত্রার পারদ। তবে এবার হাওয়া অফিসের সেই পূর্বাভাস কাজে আসেনি। বৃষ্টির পরিবর্তে সোমবার কুয়াশায় ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে দিনের মুখ দেখা গিয়েছে। বৃষ্টির দেখা তো দূরের কথা, কালো মেঘের দেখাও মিলেনি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি ফের শীতের আমেজ উপলব্ধি করা যাবে?
সোমবার সকাল থেকে বিভিন্ন জায়গা কুয়াশায় ঢাকা পড়ার পাশাপাশি শিরশিরানি অনুভূত হচ্ছিল। এমনটা দেখে শীতের আরও কয়েকদিন থেকে যাওয়ার কথা ভাবলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে শীত ফেরার আর কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনভর রোদ ঝলমলে দিন থাকবে।
অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বিক্ষিপ্তভাবে বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘে ঢাকা পড়তে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে রোদ ঝলমলে দিনের দেখা মিলবে।
তবে শুক্রবার থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়। পাশাপাশি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতেও শুক্রবার থেকে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।