চপ ভাজা নিয়ে আস্ত সিরিয়াল, টিভির পর্দায় আসছে উড়ন তুবড়ি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চপ ভাজা হোক অথবা অন্যকোন ভাজাভুজি। সোশ্যাল মিডিয়ায় এই সকল বিষয় নিয়ে মিমের অভাব নেই। এবার এই চপ ভাজায় হতে চলেছে আস্ত একটি সিরিয়ালের বিষয়বস্তু।

Advertisements

জি বাংলায় খুব তাড়াতাড়ি একটি সিরিয়াল আসতে চলেছে। আসতে চলে ওই সিরিয়ালের মূল বিষয়বস্তু হলো চপ ভাজা। এই যে সিরিয়ালটি জি বাংলার পর্দায় আসতে চলেছে তার নাম হলো উড়ন তুবড়ি। পাশাপাশি এই সিরিয়ালের মূল বিষয়বস্তু হল তিন বোন এবং তাদের মায়ের জীবন সংগ্রামের গল্প। এই চারজনের জীবনের লড়াই নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল।

Advertisements

জি বাংলার পর্দায় এই যে নতুন সিরিয়ালটি আসতে চলেছে তার প্রধান চরিত্রে যিনি রয়েছেন তার নাম হলো তুবড়ি। যার বলা একটি ডায়লগ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিরিয়াল আসার আগেই এই ভাবে ডায়লগ ভাইরাল হওয়া আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকদের। ডায়লগটি হল ‘আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’।

Advertisements

জি বাংলার পর্দায় নতুন এই সিরিয়ালটি দেখা যাবে আগামী ২৮ মার্চ থেকে। প্রতিদিন সন্ধ্যা ছটার স্লটে দেখা যাবে এই সিরিয়াল। আগে এই স্লটে দেখানো হতো ‘অপরাজিতা অপু’। সেই জায়গা নিতে চলেছে এবার উড়ন তুবড়ি। সিরিয়ালটি পর্দায় আসার আগেই তার ডায়লগ ভাইরালের পাশাপাশি দর্শকরা চার মহিলার লড়াইয়ের গল্পগাঁথা নিয়ে তৈরি এই সিরিয়ালের জন্য মুখিয়ে রয়েছেন।

নতুন এই সিরিয়ালে মায়ের ভূমিকায় লক্ষ্য করা যাবে লাবনী সরকারকে। এর পাশাপাশি তিন বোনের চরিত্রে অভিনয় করছেন সরকারকে। তিন বোনের ভূমিকা থাকছে সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমি চট্টোপাধ্যায়। তবে তিন বোনের কাহিনী নিয়ে এই প্রথম এমন সিরিয়াল এমনটা নয়। এর আগেও এমন ধরনের সিরিয়াল লক্ষ্য করা গিয়েছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে গাঁটছড়া।

Advertisements