বিনামূল্যে আইপিএল ম্যাচ দেখার সুযোগ, দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে চলতি মরসুমের আইপিএল। ক্রিকেটপ্রেমীরা প্রতিবছর এই আইপিএল-কে পাখির চোখ করে থাকেন। তবে অনেকের পক্ষেই বাড়িতে বসে টিভিতে এই ম্যাচ দেখা সম্ভব হয় না। তারা এই ম্যাচ মূলত নিজেদের মোবাইলে ওটিটি মাধ্যমে দেখে থাকেন। এই ওটিটি মাধ্যমে আইপিএলের প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখার জন্য চমৎকার দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও।

Advertisements

আইপিএল এর প্রতিটি ম্যাচ দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার প্লাটফর্মে। তবে এই সকল ম্যাচ দেখার জন্য ব্যবহারকারীদের থাকতে হবে সাবস্ক্রিপশন। রিলায়েন্স জিও এই কথা মাথায় রেখেই ওই ওটিটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সংস্থার তরফ থেকে যে দুটি নতুন রিচার্জ প্ল্যান আনা হয়েছে সেই দুটি রিচার্জ প্ল্যান হলো ৫৫৫ এবং ২৯৯৯ টাকার।

Advertisements

তবে নতুন এই দুটি রিচার্জ প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকরা আইপিএলের সব ম্যাচ দেখতে পাবেন এমনটা নয়। এর পাশাপাশি জিওর আরও একাধিক ক্রিকেট প্ল্যান রয়েছে, যেগুলি রিচার্জ করলেও আইপিএলের প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন। তবে সেই সকল ক্রিকেট রিচার্জ প্ল্যানের তালিকায় সংযোজন হলো নতুন এই দুটি রিচার্জ প্ল্যান।

Advertisements

৫৫৫ টাকা : এই রিচার্জ প্ল্যানটি আসলে ডেটা add-on প্ল্যান। অর্থাৎ আপনার নম্বরে কোন প্ল্যান আগে থেকেই অ্যাক্টিভ রয়েছে, তারপর অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্ল্যান রিচার্জ করা যেতে পারে। এতে আলাদা করে কোনো কল ফেসিলিটি, এসএমএস ফেসিলিটি অথবা ভ্যালিডিটি নেই। তবে এটি রিচার্জ করার পর ৫৫ দিন পর্যন্ত গ্রাহকরা অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন। এটি মূলত আইপিএলের প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখার জন্যই লঞ্চ করা হয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এতে দেওয়া হচ্ছে ৫৫ জিবি ডেটা এবং এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে।

২৯৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন।

Advertisements