বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ করল ফোর্বস, কত নম্বরে আম্বানি আদানি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস ম্যাগাজিন। এই সকল ধনকুবেরদের সম্পর্কে জানার জন্য সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। বিশ্বের ধনকুবেরদের নাম নিয়ে কৌতুহল থাকার পাশাপাশি ভারতীয়দের মধ্যে কোন কোন ধনকুবের শীর্ষ তালিকায় রয়েছেন তা জানতেও কৌতূহলের শেষ নেই।

Advertisements

ভারতীয়দের মধ্যে ধনকুবেরদের নাম হিসাবে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি ছাড়াও আরও একজন ধনকুবেরের নাম তালিকায় উঠে আসে, তিনি হলেন আদানি গ্রুপের গৌতম আদানি। এই দুজন ধনকুবেরের ধনসম্পত্তি গত কয়েক বছরে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

Advertisements

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত তালিকা অনুসারে বিশ্বের সেরা ধনীদের তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। অন্যদিকে এই তালিকায় সামান্য পিছিয়ে পড়েছেন গৌতম আদানি। আদানি গ্রুপের গৌতম আদানি বিশ্ব সেরা ধনীদের তালিকায় রয়েছেন একাদশ স্থানে।

Advertisements

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্ব সেরা ধনীদের তালিকায় এবার অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছেন স্পেস এক্স এবং টেসলার সিইও এলন মাস্ক। উল্লেখযোগ্য বিষয় হল বিশ্বের সেরা ধনীদের এই তালিকায় ৩৬ তম স্থানে রয়েছেন মোট ২৬৬৮ জন।

বিশ্বসেরা এই তালিকায় এবার নতুন করে ২৩৬ জন ধনকুবেরের নাম নথিভুক্ত হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো রাশিয়া এবং চীন এই দুই দেশ থেকে আগের তুলনায় ধনকুবেরের সংখ্যা কমে গিয়েছে। গতবারের তুলনায় ৩৪ জন ধনকুবেরের নাম বাদ গিয়েছে রাশিয়া থেকে। আবার চিনের মতো দেশ থেকে নাম বাদ গিয়েছে ৮৭ জনের।

Advertisements