বিশ্বভারতীতে হচ্ছে বসন্তোৎসব, সামনে এলো সূচি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মানচিত্র যে সকল পর্যটন কেন্দ্র এবং আচার অনুষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিশ্বভারতী এবং বিশ্বভারতীর বসন্তোৎসব। তবে করোনাকালে গত দু’বছর ধরে এই বসন্তোৎসব একপ্রকার বন্ধ।

Advertisements

করোনাকলে প্রথম বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে বিরাট করে বসন্তোৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। সেইমতো সমস্ত বন্দোবস্ত তৈরি হয়। তবে প্রস্তুতি যখন শেষ পর্যায়ে তখনই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর পরেই কেন্দ্র সরকারের নির্দেশ মত বন্ধ করে দিতে হয় বসন্তোৎসব।

Advertisements

পরের বছর অর্থাৎ ২০২১ সালে দোলের সময় সংক্রমণ কম থাকলেও বিশ্বভারতী কর্তৃপক্ষ পুনরায় এই সর্বসাধারণকে নিয়ে বসন্তোৎসব পালন করার মতো সিদ্ধান্ত নিতে পারে নি। পরিবর্তে বিশ্বভারতী কর্তৃপক্ষ পড়ুয়া, অধ্যাপক অধ্যাপিকা এবং কর্মীদের নিয়ে নিজেদের মতো করে এই বসন্তোৎসব পালন করে।

Advertisements

এরপর চলতি বছর করোনা সংক্রমণ যখন তলানিতে সেই সময় বিশ্বভারতীর বসন্ত উৎসব নিয়ে বহু মানুষের মধ্যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু দোলের আগে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়, দোলের দিন তারা বসন্তোৎসব আয়োজন করতে পারবে না। সমসাময়িক সময়ে বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিকে দায়ী করেই বসন্তোৎসবের আয়োজন থেকে সরে আসে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

তবে তাদের তরফ থেকে জানানো হয়, পরে বিশ্বভারতীতে বসন্তোৎসবের আয়োজন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিশ্বভারতীর কর্মী পরিষদ একটি বিজ্ঞপ্তিতে বসন্তোৎসব, বর্ষশেষ, বর্ষবরণ সহ একাধিক অনুষ্ঠানের সূচি প্রকাশ করা হয়েছে। যে সূচি থেকে জানা যাচ্ছে, ১৩ এপ্রিল অর্থাৎ বুধবার বিশ্বভারতীতে আয়োজিত হবে বসন্ত বন্দনা। ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ৭ টায় রয়েছে শোভাযাত্রা এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisements